বৃদ্ধ বাবা নদীর পাড়ে ছেলের লাশের অপেক্ষায়

প্রথম পাতা » ছবি গ্যালারী » বৃদ্ধ বাবা নদীর পাড়ে ছেলের লাশের অপেক্ষায়
মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২



---

ছেলে-নাতি-পুত্রবধূ নতুন কাপড়-চোপড় পরে বের হয়েছিল বাড়ি থেকে। বের হওয়ার সময় সবার মুখে ছিল মহালয়া দেখতে যাওয়ার আনন্দ। তবে বাড়ি থেকে তিনজন বের হলেও বাড়িতে ফিরেছে শুধু নাতি। পুত্রবধূর লাশ এলেও নৌকাডুবির তিন দিন হতে চললেও পাওয়া যায়নি ছেলের লাশ। ছেলের লাশের অপেক্ষায় করতোয়া নদীর আউলিয়া ঘাটে অপেক্ষা করছেন বাবা মদন কুমার।

মদন কুমারের বয়স ৮০ পেরিয়েছি। শারীরিকভাবে বেশ অসুস্থ। তার ওপর জন্ম থেকেই ঠোঁট কাটা। আগে কিছুটা কথা বলতে পারলে এখন শুধু কান্না করছেন।

পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের পাঁচপীর গ্রামের বাসিন্দা মদন কুমার। করতোয়া নদীতে ভয়াবহ নৌকাডুবিতে নাতিকে জীবিত, পুত্রবধূরর লাশ পেলেও এখনো দেখা মিলেনি ছেলে ভুপেনের (৪০) লাশের।

মদন কুমারের সঙ্গে আসা তার পুত্রবধূর ভাই প্রফুল্ল বলেন, ওরা তিনজন মহালয়া দেখতে যায়। তারপর তো নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাডুবিতে আমার ভাগনেকে উদ্ধার করা হয়। গতকাল আমার বোনের লাশ বীরগঞ্জে পাওয়া যায়। কিন্তু এখনো আমরা আমার বোন জামাইয়ের লাশ খুঁজে পাইনি। তার লাশের জন্য আমি আর আমার বোনের শ্বশুর ঘাটে অপেক্ষা করছি। যেভাবে হোক আমার বোন জামাইয়ের লাশটা খুঁজে দিন।

ভয়াবহ নৌকাডুবিতে এখন পর্যন্ত ৬৪ জনের লাশ উদ্ধার করার সত্যতা নিশ্চিত করে জেলার অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায় বলেন, আমরা এখন পর্যন্ত ৬১ জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছি। তিনজনের লাশ শনাক্ত হয়নি। যেহেতু নৌকায় যাত্রীর সংখ্যা নিশ্চিত না। তাই আজও আমাদের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান ও চিকিৎসা খরচের ব্যবস্থা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:১৭:৪৩   ৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ