সরিষাবাড়ীতে স্বামীর হাতে গৃহবধূ খুন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে স্বামীর হাতে গৃহবধূ খুন
মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২



---

জামালপুরের সরিষাবাড়ীতে সীমা আক্তার নামে এক গৃহবধূরকে হত্যা করে স্বামীসহ পালিয়েছে পরিবারের লোকজন। এ ঘটনা ঘটেছে সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোইয়াল ভাটিপাড়া এলাকায়।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ডোয়াইল ইউনিয়নের চর বালিয়া গ্রামের সুরুজ ভুঁইয়া মেয়ে সীমা আক্তারকে একই ইউনিয়নের ডোয়াইল ভাটিপাড়া গ্রামে মৃত নাজের আলী ছেলে জুয়েল রানার সাথে ইসলামিক শরীয়ত মোতাবেক বিবাহ হয়।

বিবাহের পর হতেই তার বড় ঝা শামীমের স্ত্রী রেখা বেগম বিভিন্ন সময় অহেতুক কলহ বিবাদ সৃষ্টি করে আসছিল সীমার সাথে। পরে এ কলহের হেতু খুঁজতে গিয়ে সীমার পরিবার জানতে পারে জুয়েলের সাথে তার বড় ভাবীর পরকিয়া সম্পর্ক আছে এবং জুয়েলের আগের স্ত্রীও এই কারণেই চলে গেছে বলে জানান নিহতের চাচা শফিকুল ইসলাম।

এদিকে সীমার ৬ মাস বয়সী একটি শিশু সন্তান থাকলেও তাকে তাড়ানোর অপচেষ্টায় গত তিনদিন যাবৎ পারিবারিক কলহের জোর ধরে নিহত সীমাকে না খাইয়ে নির্যাতন করে আসছিল স্বামী জুয়েল রানা।
নির্যাতনের একপর্যায়ে সীমা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ধনবাড়ী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে নিহতের লাশ বাড়ীতে নিয়ে আসে স্বামী জুয়েল রানা।

এ সংবাদ পেয়ে নিহতের পরিবার ঘটনাস্থলে এলে স্বামী জুয়েল রানা জানায় সে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে। কিন্তু নিহতের পরিবার স্থানীয়দের কাছ থেকে জানতে পারে তাকে নির্যাতন করে মারা হয়েছে।

পরে তারা আইনগত ব্যবস্থা নিতে সরিষাবাড়ী থানা এলে, নিহতের স্বামীসহ পরিবারের লোকজন লাশ বাড়ীতে ফেলে রেখেই বাড়ী থেকে পালিয়ে গেছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবির বলেন, ডোয়াইল ইউনিয়নে এক গৃহবধূ হত্যার সংবাদ পেয়ে আমরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে আসি এবং নিহতে লাশ দেখতে পাই। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণে প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫:১৩:৪২   ৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ