যুক্তরাষ্ট্রে পাঠানোর নামে প্রতারণা, দূতাবাসের মামলায় গ্রেফতার ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » যুক্তরাষ্ট্রে পাঠানোর নামে প্রতারণা, দূতাবাসের মামলায় গ্রেফতার ১
মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২



---

শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে পাঠানোর নামে ব্যাংক স্টেটমেন্ট ও সার্টিফিকেটসহ বিভিন্ন ভুয়া ডকুমেন্ট তৈরি করে প্রতারণার অভিযোগে ‘এডুকেশন কেয়ার’ নামে সিলেটের একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং পরিচালক আবদুল্লাহ আল নোমানকে গ্রেফতার করেছে পুলিশ।

আমেরিকান দূতাবাসের দায়ের করা মামলার ভিত্তিতে পুলিশ সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করে।

নোমান সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুর গ্রামের আবদুস সাত্তারের ছেলে। এ ছাড়া সিলেট মহানগরীর জেল রোড পয়েন্টের সিলকো টাওয়ারের ‘এডুকেশন কেয়ার’ নামক প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এবং পরিচালক।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে পাঠানোর নামে ‘এডুকেশন কেয়ার’ বিভিন্ন জাল কাগজ, ব্যাংক স্টেটমেন্ট, সার্টিফিকেট তৈরি করে ভিসা প্রসেসিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছে। প্রতারণার শিকার শিক্ষার্থীরা ভিসার আবেদন করে সাক্ষাৎকারের জন্য গেলে বিষয়টি যুক্তরাষ্ট্র দূতাবাসের নজরে আসে। এরই পরিপ্রেক্ষিতে দূতাবাসের দুই কর্মকর্তা সিলেট কোতোয়ালি থানায় হাজির হয়ে মামলাটি দায়ের করেন। প্রাথমিক তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় ‘এডুকেশন কেয়ার’-এর কর্ণধার নোমানকে গ্রেফতার করা হয়।

পুলিশের উপকমিশনার আরও জানান, ১৬ শিক্ষার্থীর সঙ্গে এমন প্রতারণা করেছে ‘এডুকেশন কেয়ার’। তদন্তের স্বার্থে প্রতিষ্ঠানটি বন্ধ রেখেছে পুলিশ। গ্রেফতার হওয়া নোমানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১১:৪৬:৪৮   ৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ