ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের হেভিওয়েট শেষ ১৬’র ম্যাচের প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে ১-০ ব্যবধানে পরাজিত করেছে প্যারিস সেইন্ট-জার্মেই(পিএসজি)।
পার্ক ডি প্রিন্সেসে ৬২ মিনিটে লিওনেল মেসির পেনাল্টি রুখে দিয়েছিলেন রিয়াল গোলরক্ষক থিবো কের্তোয়া। প্রথমার্ধ গোলশুন্য থাকার পর রিয়ালও কোন ধরনের ঝুঁকি না নিয়ে ম্যাচটি ড্রয়ের মানসিকতা নিয়েই শেষ করার পরিকল্পনা করেছিল। কিন্তু স্টপেজ টাইমের শেষ মিনিটে বামদিক থেকে এমবাপ্পে বক্সের ভিতর ঢুকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে কোর্তোয়াকে পরাস্ত করেন। মৌসুমে এটি সব ধরনের প্রতিযোগিতায় এমবাপ্পের ২২তম গোল।
ম্যাচ শেষে এমবাপ্পে ব্রডকাস্টার ক্যানাল প্লাসকে বলেছেন, ‘আমি ঐ সময় বেশ কিছু জায়গা পেয়েছিলাম। এরপর বক্সের ভিতর সামনে দুজনকে দেখতে পাই। বক্সের ভিতর এ্যাটাকারের কাছে বল থাকলে সেখানে তার সুবিধাটাই বেশী থাকে। আমিও সেই সুবিধাটাকেই কাজে লাগিয়েছি। ডিফেন্ডার দুজনও কিছুটা পিছিয়ে ছিল। ঐ মুহূর্তে আমার কি করতে হবে সেই সিদ্ধান্ত দ্রুত নিয়ে কুর্তোয়ার পায়ের মাঝ দিয়ে বল জালে পাঠাই। এই জয়ের মাধ্যমে আমরা কিছুটা হলেও এগিয়ে থাকলাম। কিন্তু ফিরতি লেগ এখনো আছে এবং সেটা তাদের মাঠে। সে কারনেই প্রস্তুতিটাও সেভাবেই নিতে হবে।’
মৌসুমের শেষে ফরাসি এই তরুণের সাথে প্যারিসের জায়ান্টদের চুক্তি শেষ যাচ্ছে। আর সে কারনেই বেশ কিছুদিন ধরেই এমবাপ্পের পিএসজি ছেড়ে রিয়ালে যোগ দেবার গুঞ্জন সামনে চলে এসেছে। আগামী ৯ মার্চ সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগের ম্যাচে দুই দল আবারো মুখোমুখি হবে। কালকের গোলের পর এমবাপ্পেকে ছাড়ার হয়ত কোন মানসিকতা দেখাবে না পিএসজি। ফিরতি লেগের ম্যাচের আগে ফরাসি বিশ্বকাপ জয়ী এমবাপ্পে হয়তবা এখন আর দলবদলের বিষয়টি সামনে আনবে না।
বার্সেলোনা ছাড়ার পর এই প্রথমবারের মত মাদ্রিদের বিপক্ষে মাঠে নেমেছিলেন মেসি। ক্যাম্প ন্যু‘তে থাকাকালীন মেসি এল ক্ল্যাসিকোতে রেকর্ড ২৬ গোল করেছেন। আর্জেন্টাইন আরেক তারকা এ্যাঞ্জেল ডি মারিয়ার যোগ্যতা নিয়েও বাড়তি পরিকল্পনা ছিল রিয়ালের। স্প্যানিশ জায়ান্টদের হয়ে ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিলেন ডি মারিয়া। পর্যাপ্ত ফিটনেস না থাকায় নেইমার ছিলেন বদলী বেঞ্চে। আর এই সুযোগে মূল একাদশে খেলতে নেমেছিলেন ডি মারিয়া। গোঁড়ালির ইনজুরির কারনে নভেম্বরের শেষ থেকে মাঠের বাইরে রয়েছে নেইমার। তাকে ছাড়াই প্রথমার্ধে মরিসিও পোচেত্তিনোর দল খেলেছে। লিগ ওয়ানের বেশীরভাগ ম্যাচেই যার অভাব ছিল সেই আক্রমনাত্মক মনোভাব কাল শুরু থেকেই পিএসজির মধ্যে দেখা গেছে। যদিও তারপরও লিগ ওয়ানের টেবিলের দ্বিতীয় স্থানে থাকা মার্সেইর থেকে ১৩ পয়েন্ট এগিয়ে শীর্ষস্থানেই রয়েছে পোচেত্তিনোর দল। কাল শুরু থেকেই মাদ্রিদকে একঘরে করে ফেলেছিল পিএসজি। যদিও একটা সময় মনে হয়েছে মাদ্রিদ নিজেদের রক্ষনভাগেই রাখতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছে। এবারের মৌসুম থেকে যেহেতু নক আউট পর্বে এ্যাওয়ে গোলের কোন সুবিধা কোন দল নিতে পারবে না সে কারনেই মূলত দলগুলোর মধ্যে কিছুটা হলেও স্বস্তি দেখা গেছে। ইনজুরির কারনে তিন ম্যাচ বিশ্রামে থাকার পর কাল দলে ফিরেছেন রিয়ালের ফরাসি তারকা করিম বেনজেমা। ভিনিসিয়াস জুনিয়র ও মার্কো আসেনসিওর সাথে তাকে নিয়ে আক্রমনভাগ সাজিয়েছিলেন কার্লো আনচেলত্তি। প্রথমার্ধেও প্রায় পুরোটা জুড়েই পিএসজি সম্ভবত আগস্টে মেসি আসার পর থেকে তাদের সেরা খেলাটা খেলেছে। ১৮ মিনিটে এমবাপ্পের একটি শট রুখে দেন কুর্তোয়া।
বিরতির পর সফরকারীরা কিছাটু নড়েচড়ে বসে। কিন্তু পাঁচ মিনিটের মধ্যে আবারো এমবাপ্পের একটি শট দারুন দক্ষতায় রুখে দেন কুর্তোয়া। এমবাপ্পেকে ডি বক্সের ভিতর ফাউলের অপরাধে ডানি কারভাহালের বিপক্ষে পেনাল্টি আদায় করে নেয় পিএসজি। ৬২ মিনিটে মেসির সেই স্পট কিক বামদিকে ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন বেলজিয়ান গোলরক্ষক কুর্তোয়া। ৭৩ মিনিটে ডি মারিয়ার জায়গা নেইমারকে নামান পোচেত্তিনো। গত সপ্তাহে রেনের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচেও শেষ মুহূর্তে গোল করেছিলেন এমবাপ্পে। তারই পুনরাবৃত্তি যেন কাল করে দেখালেন। ম্যাচ শেষে ক্যানাল প্লাসকে আনচেলত্তি বলেছেন, ‘আমরা আত্মবিশ্বাসী ছিলাম। কারন নিজেদের মাঠে নিজেদের সমর্থকদের সামনে খেলেছি। প্যারিসের সামনে এগিয়ে যাবার ভাল সুযোগ রয়েছে। কিন্তু এখনই আত্মবিশ্বাসী হলে চলবে না।’
বাংলাদেশ সময়: ১৭:৩৩:২৩ ১৩৫ বার পঠিত