সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের কমিটি পূর্ব পরিকল্পিত বলে তৃণমূলে গুঞ্জন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের কমিটি পূর্ব পরিকল্পিত বলে তৃণমূলে গুঞ্জন
সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২



---

জামালপুরের সরিষাবাড়ীতে সুদীর্ঘ ৮ বছর পর ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরিষাবাড়ী উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৫ ঘটিকায় সরিষাবাড়ী কলেজ মাঠে এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মুহাম্মদ বাকী বিল্লাহ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী।

উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন ছানোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক হারুন-অর- রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবু অসীম কুমার উকিল এমপি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ।

এছাড়া এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরে নেতৃবৃন্দ।

সম্মেলনে প্রথম পর্বের আলোচনা সভা শেষ করে দ্বিতীয় পর্বে এড. মুহাম্মদ বাকী বিল্লাহ এর সভাপতিত্বে পূর্বের কমিটি বিলুপ্তি ঘোষণা করে নতুন কমিটির আহ্বান জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী।

নতুন কমিটিতে সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৩ জনের নাম প্রস্তাব আসে। পরে সকলকে সমঝোতার জন্য ২ মিনিট সময় দেয়া হলেও তারা সমঝোতায় আসতে না পারায়,কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ পূর্বের কমিটিকে বহাল রেখে ছানোয়ার হোসেন বাদশা ও অধ্যক্ষ ড. হারুন-অর- রশিদ কে আগামী ৩ বছরের জন্য সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন।

এমতাবস্থায় সম্মেলনে আসা তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে এক মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই বলেন, এই সম্মেলনকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির ৭ সদস্যকে আমন্ত্রণ করা হলেও প্রধান অতিথিসহ ৫ জনই ছিলেন অনুপস্থিত।

---

তাই অনেকেই মন্তব্য করে বলছেন, স্থানীয় এমপি ডাঃ মুরাদ হাসান ও পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলার (মধুপুর-ধনবাড়ী) আসনে সাংসদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রী ড.আব্দুর রাজ্জাক এমপি’কে আমন্ত্রণ না করায় কেন্দ্রীয় নেতারা এ সম্মেলনে আসেননি।

কিন্তু অপরদিকে উপজেলা আওয়ামীলীগের সাবেক ও সদ্য ঘোষিত সভাপতি ছানোয়ার হোসেন বাদশা জানান, বেগম মতিয়া চৌধুরী এমপি শারীরিকভাবে অসুস্থ থাকায় এবং ডা. দীপু মনি এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হয়ে আমেরিকা অবস্থান করায় তারা সম্মেলনে উপস্থিত হতে পারেননি।

এদিকে বিশেষ এক সূত্রে জানা গেছে, এবারের ত্রিবার্ষিক সম্মেলন শুধু কমিটি গঠনের জন্যই এতো জাঁকজমক আয়োজন করার উদ্দেশ্য ছিল না। ছিল আগামী জাতীয় সংসদ নির্বাচনে আব্দুর রশিদ এর জনপ্রিয়তা কতটুকু শীর্ষে তা কেন্দ্রীয় নেতাদের অবগত করার অভিপ্রেত। আরো জানা যায়, এবারের সম্মেলনে পূর্বের কমিটিই বহাল থাকবে,এটি তাদের পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত বলে অনেক নেতারাই অবগত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১:২২:৩৪   ১০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ