বেনাপোল সীমান্ত : পূজায় বেড়েছে সোনা পাচার

প্রথম পাতা » খুলনা » বেনাপোল সীমান্ত : পূজায় বেড়েছে সোনা পাচার
শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২



---

ভারতে সোনা পাচারের নিরাপদ রুট হিসেবে বেশি ব্যবহার হচ্ছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত। গত দুই মাসে বিজিবির ৭টি অভিযানে সাড়ে ১২ কেজি সোনার বারসহ ৮ চোরাকারবারী আটক হয়েছে। তবে মূল হোতারা বরাবরই থাকছে ধরা ছোয়ার বাইরে। দূর্গা পূজাকে সামনে রেখে চাহিদা বাড়ায় এখন সীমান্ত পথে এ সোনা পাচার আরও বেড়েছে। দেশী ও আন্তর্জাতিক একটি শক্তিশালী পাচারকারী চক্র নানান কৌশল অবলম্বন করে এই রুট ব্যবহার করছে দীর্ঘদিন ধরে। তবে বিজিবির কড়া নিরাপত্তায় এখন সোনা আটকের পরিমাণ বেড়েছে।

সীমান্তের বিভিন্ন সূত্রে জানা যায়, প্রথমে আকাশ পথে দেশে আসে সোনার চালান। পরে ঢাকা থেকে ট্রেন অথবা বাসে করে একটি গ্রুপ সোনা নিয়ে আসে বেনাপোল সীমান্তে। এরপর পরিবহন কাউন্টার অথবা তাদের নির্ধারিত স্থানে সোনার চালানটি হাতবদল হয়ে চলে যায় স্থানীয় এজেন্টদের হাতে। স্থানীয় এজেন্টরা সেই সোনার বেশির ভাগ চালান নিয়ে যায় পুটখালী সীমান্তে। পরে সীমান্ত পার হয়ে ভারতের বনগাঁয় এজেন্টের হাতে সোনার বার পৌঁছে দেয়া হয়। সারা বছর কম বেশি এ রুটে সোনা পাচার হলেও এখন পাল্লা দিয়ে বেড়েছে।

গত ২ মাসে বেনাপোল সীমান্তে ৪৯ ও ২১ ব্যাটালিয়ন বিজিবি এবং পুলিশের অভিযানে ১০টি সোনার চালান আটক হয়েছে। এর মধ্যে ২১ ব্যাটালিয়ন বিজিবির হাতেই আটক হয়েছে ৭টি চালান। এ সময় সোনা চোরাকারবারী ৮ জন আটক হয়েছে।

এ দিকে পাচারের সময় সোনা বহনকারীরা আটক হলেও ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে মূল হোতারা। পাচারকারীরা প্রশাসনের মোকাবেলায় ব্যবহার করছে অস্ত্র ও ককটেল। এতে এলকার সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে। জীবনও পড়ছে হুমকির মুখে। বেনাপোলের পুটখালী, দৌলতপুর, গোগা, রুদ্রপুর ও ভুলোট সীমান্ত পথ ব্যবহার করে সবচেয়ে বেশি সোনা পাচার হয় ভারতে।

স্থানীয়রা জানান, সোনা পাচারকারীরা হিংস্র হয়ে উঠছে। প্রশাসনের মোকাবেলা করতে এখন অস্ত্র ও বোমা ব্যবহার করছে। বিজিবির কড়া নিড়াপত্তার কারণে মাঝে মধ্যে সোনার বারসহ বহনকারীরা আটক হলেও মূল হোতারা থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে।

২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, সোনা পাচারকারীরা ঘন ঘন রুট ও সময় পরিবর্তন করে। বিজিবিও সতর্ক থেকে অভিযান পরিচালনা করছে। গত দুই মাসে বিজিবির হাতেই ১২ কেজি সোনার আটক হয়েছে। এ সময় সোনা চোরাকারবারী ৮ জন আটক হয়েছে। আশা করছি অভিযান এভাবে চললে দ্রুত সোনাপাচার বন্ধ ও মূল হোতারা এক সময় আইনের আওতায় আসবে।

বাংলাদেশ সময়: ৭:৪৮:৩২   ৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
যশোরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
চুয়াডাঙ্গায় ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা
বেনাপোল চেকপোস্টে সর্বোচ্চ সতর্কতা
সুন্দরবনে অপহৃত ১১ জেলে উদ্ধার
বিজয় দিবসে গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শ্রম প্রতিমন্ত্রীর
মেহেরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবসে আলোচনা সভা
নড়াইল মুক্ত দিবস পালিত
মাগুরায় মাদক বিরোধী অভিযানকালে সড়ক দুর্ঘটনায় ২ র‌্যাব সদস্যসহ নিহত ৩
যশোরে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে বাবা-ছেলেসহ নিহত - ৫

আর্কাইভ