মূলত গণতন্ত্রকেই অস্বীকার করেছে বিএনপি: তথ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » মূলত গণতন্ত্রকেই অস্বীকার করেছে বিএনপি: তথ্যমন্ত্রী
বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২



---

নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিতে নামের প্রস্তাব না দিয়ে বিএনপি মূলত গণতন্ত্রকেই অস্বীকার করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, তারা সার্চ কমিটি, রাষ্ট্রপতি ও বিশিষ্টজনদের প্রস্তাবকে না বলার মধ্যে দিয়ে মূলত গণতন্ত্রকেই না বলছেন।

রাজধানীতে বুধবার (১৬ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

এদিকে গতকাল মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচন কমিশন (ইসি) গঠনে ১০ জনের নাম সুপারিশ করবে সার্চ কমিটি।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও জ্যেষ্ঠ সাংবাদিকরা বৈঠক করেন সার্চ কমিটি গঠন নিয়ে।

বৈঠক শেষে সিনিয়র সাংবাদিকরা জানান, দেশের বেশিরভাগ রাজনৈতিক দল সার্চ কমিটিতে সম্ভাব্য কমিশনাদের নামের সুপারিশ করলেও নাম দেয়নি বিএনপি। চূড়ান্ত মনোনয়নের আগে নিবন্ধিত রাজনৈতিক দল যারা নাম দেননি তারা দিলে বিবেচনা করবে সার্চ কমিটি। বিএনপিসহ বেশ কয়েকটি দল নাম না দেওয়ায় ব্যথিত সার্চ কমিটি।

জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল জানান, বিএনপিসহ বেশ কয়েকটি দল নাম না দেওয়ায় ব্যথিত কমিটি। চূড়ান্ত মনোনয়নের আগে নাম দিলে বিবেচনা করার কথা তাদের জানিয়েছে কমিটি।

বিতর্ক দেখা দিয়েছে ৩২২ জনের খসড়া নাম প্রকাশ নিয়েও। ৩২২ জনের নাম প্রকাশ করা ঠিক হয়নি। চূড়ান্ত মনোনয়ন দেওয়া ১০ জনের নামও প্রকাশ ঠিক হবে না- বুলবুলের এমন মতের সঙ্গে একমত নন আরেক সিনিয়র সাংবাদিক নঈম নিজাম।

আগামী ২৪ ফেব্রুয়ারির আগে চূড়ান্ত ১০ জনের নাম পাঠানোর সম্ভাবনা কম বলে জানা গেছে বৈঠক সূত্রে। সেই তালিকা থেকেই নতুন কমিশনের নাম প্রকাশ করা হবে। সার্চ কমিটির মেয়াদ শেষ হবে ২৭ ফেব্রুয়ারি।

বাংলাদেশ সময়: ১৫:১৩:৫১   ১৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ