ছেলে আরিয়ানের গ্রেফতার প্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন গৌরী খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ছেলে আরিয়ানের গ্রেফতার প্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন গৌরী খান
শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২



---

গত বছরের শেষের দিকে মাদককাণ্ডে গ্রেফতার হয়েছিল শাহরুখপুত্র আরিয়ান খান। হাজতবাসও খেটেছেন আরিয়ান খান। পরে মাদককাণ্ডে নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর বিশেষ তদন্তকারী দল আরিয়ানকে ক্লিনচিট দেয়। ছেলের গ্রেফতার থেকে জামিন কিংবা পরবর্তীকালে ক্লিনচিট পাওয়া পর্যন্ত কোনো প্রসঙ্গেই মুখ খুলতে দেখা যায়নি শাহরুখ খান কিংবা গৌরী খানকে।

প্রায় বছর হতে চলল এই ঘটনার। অবশেষে ছেলের গ্রেফতারের বিষয়ে কথা বলেছেন গৌরী খান । জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’ শোয়ে এসে জানালেন সেই সময়ের পরিস্থিতি এবং অভিজ্ঞতার কথা।

করণের শোয়ের অথিতী হয়ে এসেছিলেন গৌরী খান। সেখানেই আরিয়ান খানের গ্রেফতার প্রসঙ্গে মুখ খোলেন গৌরী। সঞ্চালক করণ জোহর গৌরীকে বলেন, আরিয়ানের গ্রেফতারের পর তোমরা সমস্ত পরিস্থিতিটা খুব শক্তির সঙ্গে যুদ্ধ করেছো।

এরপরেই গৌরী খান বলেন, ‘পরিবার হিসেবে আমাদের সেই সময় নানান পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। বলতে পারি, সেই পরিস্থিতির থেকে খারাপ আর কিছু হতে পারে না। সেই সঙ্গে যোগ করে বলেন, অবশ্যই মা হিসেবে এবং অভিভাবক হিসেবে আমাদের অনেক ঝড়ঝাপটা সামলাতে হয়েছে। তবে, আজ আমরা পরিবার হয়ে এক হয়ে দাঁড়িয়ে আছি।’

গত বছরের ২ অক্টোবর মাদকপার্টি থেকে আটক করা হয়েছিল আরিয়ানকে। দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর পরদিন এনসিবি গ্রেপ্তার করে তাকে। দুদফায় জামিন খারিজের পর এনসিবি হেফাজত থেকে গত ৮ অক্টোবর জেল হেফাজতের নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট কোর্ট। তারপর থেকেই আর্থার রোড জেলে বন্দি আরিয়ান খান। ম্যাজিস্ট্রেট কোর্টের পর মুম্বাইসেশন কোর্টও খারিজ করে দেয় আরিয়ান খানের জামিনের আবেদন। আসামি ও বাদীপক্ষের যুক্তিতর্ক শেষে ২৮ অক্টোবর মুম্বাই হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেছিলেন।

এরপর চলতি বছরের ২৮ মে এনসিবি স্পেশাল ইনভেস্টিগেশন টিম মাদক মামলায় বেকসুর খালাস দেন শাহরুখপুত্র আরিয়ান খানকে।

বাংলাদেশ সময়: ১৩:১৫:০৫   ১০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ