সুস্থ্য মানব সম্পদ ব্যতীত আমরা উন্নয়নের মহাসড়কে এগিয়ে যেতে পারবো না - ডেপুটি স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুস্থ্য মানব সম্পদ ব্যতীত আমরা উন্নয়নের মহাসড়কে এগিয়ে যেতে পারবো না - ডেপুটি স্পীকার
বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২



---

ঢাকা, ২১ আগস্ট ২০২২: জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু বলেছেন, সুস্থ্য মানব সম্পদ ব্যতীত আমরা উন্নয়নের মহাসড়কে এগিয়ে যেতে পারবো না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমন তাঁর জীবনভর স্বপ্ন দেখে গেছেন একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের যে দেশের মানুষ ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, অপরাধমুক্ত সুস্বাস্থ্যের অধিকারী একটি সুন্দর জাতি গঠনের মাধ্যমে মর্যাদার সাথে মাথা উচু করে এগিয়ে যাবে। তিনি স্বাস্থ্য সেক্টরের গুরুত্ব অনুধাবন করেই সংবিধানে মৌলিক অধিকারের মধ্যে স্বাস্থ্যকে অন্তর্ভূক্ত করেছিলেন।

আজ রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স এর সভাকক্ষে বিশ্ব এ্যালঝেইমা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স এর পরিচালক অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ডা. পরিতোষ কুমার সরকার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. মালিহা হালিম, বিশেষ অতিথির বক্তব্য করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স এর যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম।

ডেপুটি স্পীকার বলেন, এ্যালঝেইমা (স্মৃতি ভ্রষ্টতা) রোগটি এখন অনেকাংশে লক্ষ্য করা যাচ্ছে যেটা নিউরোসায়েন্স এর গবেষণায় উঠে এসেছে। তাই এই রোগ এর প্রতিকারের জন্য চিকিৎসা গ্রহণ করা আবশ্যক। লজিস্টিক সীমাবদ্ধতা থাকা সত্বেও এখানকার ডাক্তার গণ যতেœর সাথে এসব রোগের চিকিৎসা দিয়ে থাকেন। এসময় তিনি এই রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপরও গুরুত্বারোপ করেন। বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে এর প্রতিকারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবশ্যকতা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশের মোট সাতটি বিভাগের উপর এ্যলঝেইমা নিয়ে গবেষণার সচিত্র প্রতিবেদন উপস্থাপন করা হয়। দেশের মানুষের মধ্যে সচেতনা বৃদ্ধির জন্য এই সচিত্র প্রতিবেদনটি শহর, জেলা ও উপজেলা পর্যায়ে উপস্থাপন করার বিষয়ে অধিকতর গুরুত্বারোপ করেন ডেপুটি স্পীকার।

বাংলাদেশ সময়: ১৮:২৮:৩৬   ১১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ