দিনাজপুর বোর্ডের প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত কমিটি

প্রথম পাতা » ছবি গ্যালারী » দিনাজপুর বোর্ডের প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত কমিটি
বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২



---

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বুধবার (২১ সেপ্টেম্বর) ১১টায় সময় সংবাদকে এ তথ্য জানান শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. কামরুল ইসলাম।

এর আগে সকালে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত একটি জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে অনিবার্য কারণবশত চলমান এসএসসি পরীক্ষার গণিত, পদার্থবিজ্ঞান, কৃষিবিজ্ঞান ও রসায়ন এই চারটি বিষয়ের পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার একটি পরীক্ষাকেন্দ্র থেকে প্রশ্নফাঁস এবং স্থগিত করা পরীক্ষার প্রশ্নপত্র উদ্ধারের ঘটনায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

প্রফেসর মো. কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রশ্নপত্র ফাঁসের সত্যতা পাওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে স্থগিত পরীক্ষার সময়ে খুব দ্রুত পরীক্ষা নেওয়া হবে। শিক্ষার্থীরা যেন সমস্যার সম্মুখীন না হয় এ জন্য যথাসময়ে পরীক্ষা গ্রহণ এবং ফলাফল নির্দিষ্ট সময়েই দেওয়া হবে। তিনি আরও জানান, এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ ঘটনায় উপজেলার নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্রসচিব ও প্রধান শিক্ষক লুৎফর রহমান, ওই বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক আবু হানিফ রাসেল, ইসলাম শিক্ষা বিষয়ের খণ্ডকালীন শিক্ষক জোবায়ের হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর প্রশ্নফাঁসের সত্যতা পায় উপজেলা পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি। পরে আটকদের বিরুদ্ধে মামলা করা হয়।

পুলিশ ও শিক্ষা বিভাগের দায়িত্বশীল একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে চলমান এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে।

এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যার পর দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. কামরুল ইসলাম, সচিব প্রফেসর মো. জহির উদ্দিন, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম ও জেলা শিক্ষা অফিসার শামসুল আলমসহ সংশ্লিষ্টরা ভূরুঙ্গামারী যান।

পরে উপজেলার নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমান, একই বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক রাসেল এবং ইসলাম শিক্ষা বিষয়ের খণ্ডকালীন শিক্ষক জোবায়েরকে মঙ্গলবার সন্ধ্যায় আটক করে থানায় নেয়া হয়। জিজ্ঞাসাবাদে প্রশ্নফাঁসের সত্যতা পায় পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি। কেন্দ্র সচিবের অফিসের আলমারি থেকে সংশ্লিষ্ট পরীক্ষার প্রশ্নপত্র জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:০০:৩১   ১৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ