দেশে ফিরলেন বিজয়িনীরা, উষ্ণ সংবর্ধনা

প্রথম পাতা » খেলা » দেশে ফিরলেন বিজয়িনীরা, উষ্ণ সংবর্ধনা
বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২



---

সাফ নারী চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ে দেশে ফিরেছেন বাংলাদেশের মেয়েরা। জয়ের ট্রফি হাতে নিয়ে বুধবার দুপুরে দেশে পৌঁছান সাবিনারা। বাংলাদেশ দলকে বহনকারী বিমান দুপুর ১টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিজয়িনীরা বিমানবন্দরে পৌঁছার পর তাদের বর্ণিল সংবর্ধনা দেওয়া হয়। এসময় বাফুফে কর্মকর্তারা তাদের মিষ্টিমুখ করান।

বাঘিনীদের সংবর্ধনা দিতে আগে থেকেই বিমানবন্দরে অধীরে আগ্রহে অপেক্ষায় ছিল সর্বস্তরের মানুষ। বিমানবন্দরে ঢল নেমেছে সাধারণ মানুষের।

নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে দীর্ঘ ১৯ বছর পর বাংলাদেশকে শিরোপার আনন্দ এনে দিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলটি। আর এই বাঘিনীদের সংবর্ধনা দিতে বিমানবন্দরেই আসবেন না বলে মঙ্গলবার গণমাধ্যমকে জানিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন।

অবশ্য না যাওয়ার জন্য যথেষ্ট যুক্তিও দিয়েছিলেন তিনি। শুধু কি তাই? সাফে মেয়েদের সমর্থন দিতে নেপালেও যাননি তিনি।

মঙ্গলবার সাংবাদিকদের দেয়া সাক্ষাৎকারে কাজী সালাউদ্দিন বলেন, ‘বিমানবন্দরে যাওয়া হবে না আমার। কারণ সেখানে গেলে আপনারা আমাকেই প্রশ্ন করবেন। ওরা চ্যাম্পিয়ন হয়েছে। আমি চাই ওরাই সবার কেন্দ্রে থাকুক।’

আর নেপালে না যাওয়া নিয়ে বাফুফে সভাপতির ভাষ্য, ‘কাঠমান্ডু গেলে ভালো না-ও হতে পারতো। আমি সেখানে উপস্থিত থাকলে হয়তো মেয়েরা চাপে পড়ে যেত। ওদের ওপর অতিরিক্ত প্রেসার না হওয়ার কারণেই আমি যাইনি। তবে সব খেলা দেখেছি।’

এছাড়া বাঘিনীদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে ছাদখোলা বাসও। এই বাসে করেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে যাবে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন দলটি।

সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানকে উড়িয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছিল বাংলাদেশের মেয়েরা। স্বাগতিক নেপালকে হারিয়ে প্রথমবারের মতো দেশকে শিরোপা স্বাদ এনে দিতে চেয়েছিলেন লাল-সবুজের প্রতিনিধিত্বকারীরা। সেই কথা রেখেছেন সাবিনারা। নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা এনে দেন বাংলাদেশকে।

শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচের শুরু থেকেই চাপ ধরে রাখে বাংলাদেশের মেয়েরা। সেই সুবাদে ১৩তম মিনিটেই পেয়ে যায় কাঙ্ক্ষিত প্রথম গোলের দেখা। বাংলাদেশকে লিড এনে দেন শামসুন্নাহার জুনিয়র। প্রথমার্ধেই ব্যবধান দুই গোল করেন কৃষ্ণা রানি সরকার। দ্বিতীয়ার্ধে দুদলই একটি করে গোল করে। সবশেষ নেপালকে ৩-১ গোলে হারিয়ে দেয় বাঘিনীদের দলটি।

বাংলাদেশ সময়: ১৪:৪৬:৪৫   ৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ