পুলিশ পরিচয়ে ছিনতাই, কুমারখালীতে দুই যুবক গ্রেফতার

প্রথম পাতা » খুলনা » পুলিশ পরিচয়ে ছিনতাই, কুমারখালীতে দুই যুবক গ্রেফতার
বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২



---

কুষ্টিয়ার কুমারখালীতে পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীকে পথরোধ করে ছিনতাইকালে দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় একটি ১৫০ সিসি আরটিআর মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের উত্তর ভবানীপুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। পাট ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন (৪০) ওই এলাকার মো. আফসার হোসেনের ছেলে।

আটক যুবকরা হলেন: কুষ্টিয়া সদর থানার রেনউক মোড় এলাকার ইকবাল হোসেনের ছেলে ইফাজ উদ্দিন (৩০) ও কমলাপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে বায়োজিদ হোসেন (২৮)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পাটের ব্যবসায়ী আনোয়ার প্রতিষ্ঠান বন্ধ করে শহর থেকে বাইসাইকেলে নিজ বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে উত্তর ভবানীপুর মাঠের মধ্যে ১৫০ সিসি আরটিআর মোটরসাইকেলে দুই যুবক ব্যবসায়ী আনোয়ারের পথরোধ করে। তারা পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে তল্লাশি করে এবং ৬৮ হাজার টাকা ছিনতাই করার চেষ্টা চালায়। এ সময় ব্যবসায়ীর সঙ্গে ছিনতাইকারীদের হাতাহাতি হয়। ব্যবসায়ী চিৎকার-চেঁচামেচি করলে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে এবং গাড়িসহ দুই ছিনতাইকারীকে পুলিশের কাছে সোপর্দ করে।

এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী আনোয়ার বলেন, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাইসাইকেলে করে বাড়িতে ফিরছিলাম। এ সময় গ্রামের মাঠের মধ্যে পৌঁছালে মোটরসাইকেলে দুজন এসে পুলিশ পরিচয় দিয়ে পথ অবরোধ করে ব্যাগে তল্লাশি চালায়। এ সময় ব্যাগে থাকা ৬৮ হাজার টাকা নিয়ে পালানোর চেষ্টা করে তারা। তাদের সন্দেহজনক মনে হলে বাধা দেই। একপর্যায়ে হাতাহাতি হলে আমি চিৎকার-চেঁচামেচি শুরু করি। পরে লোকজন এসে তাদের ধরে ফেলে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, পুলিশ পরিচয়ে ছিনতাইকালে দুজনকে আটক করা হয়েছে। থানায় বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে মামলা হয়েছে (নম্বর ৩২)। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৪১:৩৩   ১৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
যশোরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
চুয়াডাঙ্গায় ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা
বেনাপোল চেকপোস্টে সর্বোচ্চ সতর্কতা
সুন্দরবনে অপহৃত ১১ জেলে উদ্ধার
বিজয় দিবসে গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শ্রম প্রতিমন্ত্রীর
মেহেরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবসে আলোচনা সভা
নড়াইল মুক্ত দিবস পালিত
মাগুরায় মাদক বিরোধী অভিযানকালে সড়ক দুর্ঘটনায় ২ র‌্যাব সদস্যসহ নিহত ৩
যশোরে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে বাবা-ছেলেসহ নিহত - ৫

আর্কাইভ