সরিষাবাড়ীতে মাদকদ্রব্য অপব্যবহার রোধকল্পে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে মাদকদ্রব্য অপব্যবহার রোধকল্পে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২



---

জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জামালপুর জেলা কার্যালয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মাদকদ্রব্যর অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল হতে দিনব্যাপী উপজেলা পরিষদের অডিটরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা‌র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: রবিউল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর, জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, পরিদর্শক তারেক মাহমুদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ও সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন বক্তব্য রাখেন।

এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ এবং রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ ইলেকট্রনিক ও প্রিন মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

অনুষ্ঠানে সমবেত উপস্থিতিদের ৪টি গ্রুপে ভাগ করে মাদকদ্রব্য অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য তাদের কর্ম পরিকল্পনা লিপিবদ্ধ করে প্রশিক্ষণ কর্মশালায় সমবেত উপস্থিতিতে মাঝে উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে সকলেই ঐক্যমতে বলেন দেশ, সমাজ ও পরিবারকে নিরাপদ ও সমৃদ্ধশালী করে গড়ে তুলতে হলে মাদকদ্রব্য অপব্যবহার রোধকল্পে আমাদের সমন্বিত ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে এবং সামাজিক সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে সমাজের সর্বস্তরের পেশাজীবী মানুষদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে অবিরাম বলে জানান।

বাংলাদেশ সময়: ১৫:৫৩:৩১   ৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ