জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে যেসব বিষয়ে কথা হয়েছে বিএনপির

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে যেসব বিষয়ে কথা হয়েছে বিএনপির
রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২



---

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল।

রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করতে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি সকাল ১০টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছান।

বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে দলের পররাষ্ট্রবিষয়ক কমিটির আহ্বায়ক স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সদস্য শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বৈঠকের শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, বাংলাদেশ-জাপানের যে সম্পর্ক সেটা অনেক দিনের। জাপান আমাদের বাই লেটারেল ডোনারদের মধ্যে সবচেয়ে বড় ডোনার।

তিনি বলেন, আজকে আমাদের দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক যেসব বিষয় আছে সেগুলোর ওপরে আলোচনা হয়েছে। এ ছাড়া সমকালীন যে রাজনৈতিক অবস্থা তার ওপরে আলোচনা হয়েছে।

সাম্প্রতিক সময়ে বিরোধী দলের ওপর যে হামলা-মামলার ঘটনা ঘটেছে সেগুলো কি আলোচনা এসেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, আমি তো বললাম সমকালীন রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে দলের মোমবাতি প্রজ্বালন কর্মসূচি শেষ হওয়ার পরপরই দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, শ্যামা ওবায়েদ, তাবিথ আউয়ালসহ নেতাদের ওপর হামলার ঘটনার পর সকালে জাপানের রাষ্ট্রদূতের এই বৈঠকে অনুষ্ঠিত হলো। এ ঘটনায় তাবিথ আউয়াল গুরুতর আহত হয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫:৫০:৫৪   ১৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ