নাটোরে উত্তরা গণভবনের হ্রদে মাছের পোনা অবমুক্ত

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে উত্তরা গণভবনের হ্রদে মাছের পোনা অবমুক্ত
রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২



---

নাটোরে উত্তরা গণভবনের হ্রদে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল আজ রোববার বেলা ১১টায় জলাশয়ে পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফরোজা খাতুন, জেলা মৎস্য কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাঃ আয়েশা খাতুন প্রমুখ।
এ সময় সংসদ সদস্য শিমুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধিতে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এ সুফল প্রাপ্তিতে এগিয়ে আছে মৎস্য খাত। সারাবিশ্বে বাংলাদেশ এখন মৎস্য উৎপাদনে চতুর্থ এবং মৎস্য উৎপাদনের হার বৃদ্ধিতে দ্বিতীয়। পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে দেশের মানুষের প্রোটিনের চাহিদা অনেকটাই পূরণ হবে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাঃ আয়েশা খাতুন জানান, রাজস্ব খাতের আওতায় নাটোর সদর উপজেলার ১২টি নির্বাচিত জলাশয়ে আজ মোট ৩৩৯ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে। উপজেলা জলাভূমি নির্বাচন ও পোনা মাছ সংগ্রহ কমিটি সভায় এসব জলাশয় মনোনীত করা হয়।
জেলা মৎস্য কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম জানান, আজ শুরু হওয়া কার্যক্রম আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এ কার্যক্রমের আওতায় জেলায় দুই টন পোনা অবমুক্ত করা হবে। এরফলে বছর শেষে ২০ টন অতিরিক্ত মাছের উৎপাদন পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৫:১৬:০৩   ৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ