সরিষাবাড়ীতে মারামারি ফেরাতে গিয়ে নিহত নারী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে মারামারি ফেরাতে গিয়ে নিহত নারী
শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২



---

জামালপুরে সরিষাবাড়ীতে বাবা ছেলের মারামারি ফেরাতে গিয়ে নিহত হয়েছেন এক নারী। এ ঘটনাটি ঘটেছে উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৭ই সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলবাড়ীয়া এলাকায় বাবা ফরহাদ আলী ও ছেলে জিহাদের সাথে মারামারি লাগে মোবাইল ফোন কেনা কে কেন্দ্র করে। এমন সময় বাবা ছেলের মারামারি ফেরাতে গেলে জিহাদের নিক্ষিপ্ত ইটের ঢিল রইস উদ্দিনের স্ত্রী মেহেরুন্নেসার(৫০)এর বুকের এসে লাগে। পরে ঘটনাস্থলে সে মাটিতে লুটে পড়ে এবং স্থানীয়রা মাথায় পানি ঢালা সহ বিভিন্নভাবে চেষ্টা করলেও সে ঘটনাস্থলেই মারা যান বলে এলাকাবাসী জানান।

স্থানীয় আরো জানান, নিহতের বাড়ীর পড়শী ফরহাদ আলীর ছেলে জিহাদ মিয়া কিছুদিন পূর্বে হাফিজিয়া মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ হয়ে বের হন এবং এরিপ্রেক্ষিতে সে বাবার কাছে একটি মোবাইল ফোন দাবি করে আসছিল। কিন্তু বাবা ফরহাদ আলী ছেলেকে মোবাইল কিনে দেবে না বলে ছেলে ও বাবার সাথে ঝগড়া লাগে। আর এই ঝগড়া ফেরাতে গিয়েই ইটের ঢিল বুকে লেগে তিনি মারা যান।

পরে পুলিশ সাংবাদিকদের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান এবং সুরতহাল সনাক্ত করে নিহত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে থানার উপ-পরিদর্শক(তদন্ত) আব্দুল মজিদ জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য নিহতের লাশ জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা প্রক্রিয়া চলছে। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২২:২৬:৫৮   ৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ