সংসদীয় গণতন্ত্র ও উন্নয়ন অব্যাহত রাখতে তৃণমূলকে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আস্থা রাখার আহবান ডেপুটি স্পীকারের

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসদীয় গণতন্ত্র ও উন্নয়ন অব্যাহত রাখতে তৃণমূলকে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আস্থা রাখার আহবান ডেপুটি স্পীকারের
শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২



---

১৭ সেপ্টেম্বর ২০২২ : সংসদীয় গণতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল রাজনৈতিক নেতা-কর্মীকে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আস্থা রেখে আগামী নির্বাচনে চরমপন্থীদের বিতাড়ন করতে হবে। দেশে আর কখনোই যেন নৈরাজ্যবাদ ফিরে না আসতে পারে সে বিষয়ে সজাগ ও সতর্ক দৃষ্টি রাখতে হবে। বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু সাথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ শাখার ত্রি বার্ষিক সম্মেলনে উপস্থিত হয়ে এ কথা বলেন।

ডেপুটি স্পীকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বহু আঘাত সহ্য করে দলকে আজ সুসংগঠিত করেছেন। এই সুশৃংখল অবস্থা নষ্ট করা যাবে না। রাজনৈতিক নেতাকর্মী হিসেবে দলকে ও দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের প্রত্যেকের নিজ নিজ জায়গার ইতিবাচক ভূমিকা রাখতে হবে। সংসদীয় গণতন্ত্র ও উন্নয়নের ধারা বজায় রাখতে আমাদের এক থাকতে হবে। দলীয় নেতা কর্মীদের মাঝে মতবিরোধ থাকলে সংগঠনে বিশৃংখলা তৈরি হয় এবং দল ক্ষতিগ্রস্ত হয়।

শামসুল হক টুকু আরও বলেন, ৪১ সালের মাঝে দেশকে ক্ষুধা, দারিদ্র্য ও মাদকমুক্ত করার মাধ্যমে দেশকে উন্নত বিশ্বের কাতারে পৌছে দিতে জাতির জনকের কন্যা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাঁর এই মহতী উদ্যোগে প্রত্যেকের ইতিবাচক ভূমিকা রাখা আপনাদের নাগরিক দায়িত্ব। মনে রাখবেন, এই দেশটা আপনাদের।

মোঃ আবু ইউনুসের সভাপতিত্বে এবং শামসুল আলম সান্টুর সঞ্চালনায় সম্মেলনে পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বেলায়েত আলী বিল্লু, মোঃ তপন হায়দার সান বক্তব্য রাখেন।
এছাড়া বেড়া পৌর মেয়র আসিফ শামস রঞ্জন, মোঃ হাসান আলী খান, মোঃ রবিউল করিম হিরু, মোঃ মাহবুবুল আলম সাচ্চুসহ বেড়া-সাথিয়ার স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৩৩:৩৩   ১৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ