‘ইউনিলিভার-নেসলে’ দেশের মানুষকে কি মূর্খ মনে করে?

প্রথম পাতা » অর্থনীতি » ‘ইউনিলিভার-নেসলে’ দেশের মানুষকে কি মূর্খ মনে করে?
শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২



---

বহুজাতিক প্র‌তিষ্ঠান ইউনিলিভার-নেসলে ভার‌ত-পা‌কিস্তা‌নের পুঁ‌জিবাজারে তা‌লিকাভুক্ত প্র‌তিষ্ঠান। তারা বাংলাদেশে বহু বছর ধরে একক ব্যবসা করে যাচ্ছে। কিন্তু দেশের পুঁ‌জিবাজারে তা‌লিকাভুক্ত হচ্ছে না। কিন্তু কেন? তারা কি দেশের মানুষকে মূর্খ মনে করে? এমন প্রশ্ন করেছেন শেয়ারবাজার বিশ্লেষক অর্থনীতিবিদ অধ‍্যাপক আবু আহমেদ।

শনিবার (১৭ সে‌প্টেম্বর) রাজধানীর হোটেল ওয়েস্টিনে ‘বাংলাদেশের পুঁজিবাজার : বর্তমান ও ভবিষ্যৎ’ গোলটেবিল বৈঠকে তি‌নি এসব কথা বলেন।

ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) যৌথভাবে এ বৈঠ‌কের আ‌য়োজন ক‌রে।

অধ‍্যাপক আবু আহমেদ বলেন, বহুজাতিক প্র‌তিষ্ঠান ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো কত টাকা ট্যাক্স দেয় এটা সবাই জানে। কারণ তারা পুঁজিবাজারে তা‌লিকাভুক্ত। তাদের আ‌র্থিক প্র‌তিবেদন প্রকাশ ক‌রতে হয়। কিন্তু ইউনিলিভার ও নেসলে বাংলাদেশ দাপটে ব্যবসা করে যাচ্ছে। তারা কত টাকা ট্যাক্স দেয় তা কেউ যানে না। কারণ তারা তা‌লিকাভুক্ত নয়। ইউনিলিভারের সাবান লাক্স, নেসলের নুডলুস কিন‌ছি তারা ব্যবসা করে নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের মা‌লিকানা দিচ্ছে না। তারা কেন তা‌লিকাভুক্ত হচ্ছে না।

তি‌নি ব‌লেন, ‘আমরা যখন বোম্বে স্টক এক্সচেঞ্জের দিকে দে‌খি তখন টপ টেনে (শীর্ষ ১০) ইউনিলিভার ও নেসলে থা‌কে। তাহলে আমাদের এ‌খানে নেই কেন? ১৭ কো‌টি মানুষকে কি তারা মূর্খ মনে করে?

আবু আহমেদ বলেন, মেট লাইফে (আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি) লাইন ধরে প‌লি‌সি কিনছে। কিন্তু তা‌লিকাভুক্ত না। অন্যান্য দেশে য‌দি এসব প্র‌তিষ্ঠান তা‌লিকাভুক্ত হ‌তে পারে তাহলে আমাদেশে কেন তা‌লিকাভুক্ত হবে না। এ প্রশ্ন তুলতে হ‌বে। বারবার তুলতে হ‌বে। ১০০ টাকায় মাত্র ১০ টাকা মা‌লিকানা দিতে তাদের এতো অ‌নিহা কেন? তাদের তা‌লিকাভুক্ত করার উ‌দ্যোগ নি‌তে হ‌বে এজন্য প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থমন্ত্রণালয় ও এন‌বিআরকে এ‌গি‌য়ে আস‌তে হ‌বে।

‌তি‌নি আরও বলেন, জাতীয় রাজস্ব বো‌র্ডের (এন‌বিআর) মোট রাজ‌স্বের ৮০ শতাংশ আ‌সে পুঁজিবাজা‌রে তা‌লিকাভুক্ত কোম্পানি থে‌কে। তাই এন‌বিআর‌কেই পদ‌ক্ষেপ নি‌তে হ‌বে কোম্পা‌নি তা‌লিকাভুক্ত করার জন্য।

জাঙ্ক দিয়ে শেয়ারবাজার চলছে জা‌নি‌য়ে শেয়ারবাজারের এ বিশ্লেষক বলেন, আমাদের বাজারে কয়টা ভালো কোম্পানি আছে। এখানে নেসলে, ইউনিলিভারের মতো কোম্পানি আসছে না। জাঙ্ক শেয়ার দিয়ে মূলত শেয়ারবাজার চালানো হচ্ছে। আমাদের বাজারে হতাশা এবং আশা দুদিকই আছে। এই বাজারে ভালো কোম্পানি আনা দরকার হলেও অতালিকাভুক্ত কোম্পানির সঙ্গে তালিকাভুক্ত কোম্পানির কর হার ব‍্যবধান কমিয়ে নিরুৎসাহিত করা হয়েছে। এটা সরকার সঠিক পলিসি নেয়নি।

তিনি বলেন, দেশে তালিকাভুক্ত কোম্পানিগুলো কর দেয় বেশি। এজন্য প্রণোদনা দিয়ে ভালো ভালো কোম্পানি তালিকাভুক্ত করতে হবে।

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের কনফিডেন্স কম উল্লেখ করে এ অর্থনীতিবিদ বলেন, এর দায়ভর বিএসইসিরও আছে। এরমধ‍্যে অন‍্যতম কারণ হিসেবে বোনাস প্রদান ও সময় বাড়া‌নো রয়েছে।

আইপিওতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ন‍্যায় বড় বিনিয়োগকারীদের কোটা সুবিধা দেওয়া দরকার বলে মনে করেন অধ্যাপক আবু আহমেদ।

অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছি‌লেন। এছাড়াও বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী, ড. এম খায়রুল হোসেন,
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) ড. মো. এজাজুল ইসলামসহ অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, আইসিএবি, আইসিএমএবি, আইসিএসবির প্রতিনিধিরা উপস্থিত ছি‌লেন।

বাংলাদেশ সময়: ১৫:০৯:১১   ১০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


বাজারে শীতের সবজি থাকলেও নাগালে নেই
রমজানে পুরো মাসের পণ্য একসঙ্গে না কেনার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর
নতুন বছরের শুরুতেই কমলো এলপি গ্যাসের দাম
২০২২ সালের সালতামামিতে বিশ্ব অর্থনীতি
চাহিদামতো নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের নিশ্চয়তা দিয়েছে ভারত
রংপুরে আরএফএল গ্রুপের বাইসাইকেল কারখানার উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী
জাপানের সঙ্গে এফটিএর যৌথ সমীক্ষা শুরু
নিয়মিত ভ্যাট প্রদানকারীদের হয়রানি করা বন্ধ করুন
রমজান সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী
উদ্যোক্তা রাজিয়া সুলতানার তৈরি পাটজাত পণ্য রফতানি হচ্ছে বিদেশে

আর্কাইভ