প্রয়োজনে জাতিসংঘে অভিযোগ জানানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রয়োজনে জাতিসংঘে অভিযোগ জানানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২



---

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে মিয়ানমারের মর্টারশেল নিক্ষেপ ও হতাহতের ঘটনায় মিয়ানমারকে কড়া ভাষায় প্রতিবাদ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রয়োজনে জাতিসংঘে অভিযোগ জানানো হবে বলে তিনি জানান।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, মিয়ানমার কোনো সময়েই কথা দিয়ে কথা রাখে না। আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। আমরা চাই, মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী প্রায় ১২ লাখ বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এগুলো যত দ্রুত শান্তিপূর্ণভাবে প্রত্যাবাসন হয় সে বিষয়ে কাজ করছি। আমরা লক্ষ্য করছি, মিয়ানমারে শুধু রোহিঙ্গা নয়, তাদের বহু ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর’ সঙ্গে তাদের যুদ্ধ চলছে। জানতে পেরেছি, আরাকান আর্মি নামে একটা গোষ্ঠী যুদ্ধ করছে। কখনো তাদের সঙ্গে ভালো, আবার দেখি যুদ্ধ। ভেতরে কী রহস্য তারাই জানে।

তিনি আরও বলেন, আমাদের সীমান্তে যে গোলাবারুদ পড়ছে, সেজন্য কড়াভাষায় তাদেরকে প্রতিবাদ জানিয়েছি। বিজিবি মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ বা বিজিপির সঙ্গে প্রতিনিয়ত কথা বলছে। মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে এনে আমাদের অবস্থানের কথা জানানো হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী কখনো যুদ্ধ চান না। আমরা চাই শান্তিপূর্ণভাবে বিষয়টি সমাধান হোক।

এর আগে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তুমব্রু নোম্যানসল্যান্ডে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মিয়ানমারের মর্টারশেল নিক্ষেপে ইকবাল নামে এক রোহিঙ্গা নিহত হন।

তুমব্রু সীমান্তের নোম্যানসল্যান্ডের কোনাপাড়া রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৮টার দিকে মিয়ানমারের দিক থেকে হঠাৎ মর্টারশেল আসে। এতে পরপর তিনটি বিস্ফোরণ হয় এবং তাতে ইকবালসহ আরও পাঁচজন আহত হন। পরে আহত অবস্থায় তাদের উখিয়ার কুতুপালং হাসপাতালে নিয়ে গেলে সেখানে ইকবালের মৃত্যু হয়। এছাড়া বাকি আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪:৫৫:৫৭   ৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ