শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করলেন আইসিটি প্রতিমন্ত্রী

প্রথম পাতা » আইসিটি » শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করলেন আইসিটি প্রতিমন্ত্রী
শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২



---

সাম্প্রদায়িক অপতৎপরতায় দেশদ্রোহী গোষ্ঠী সক্রিয় হলে শ্রীলঙ্কা, সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তানের মতো ধ্বংসের দিকে বাংলাদেশ চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়ে এ ধরনের কর্মকাণ্ডের দৃষ্টান্ত রয়েছে।

শুক্রবার বিকালে জাতীয় ক্রীড়া পরিষদের শহীদ ক্যাপ্টেন শেখ কামাল হলে আগামী ১৮ অক্টোবর ‘শেখ রাসেলের জন্মদিন’ এবং ‘শেখ রাসেল দিবস ২০২২’ উপলক্ষে ‘সাংস্কৃতিক প্রতিযোগিতার’ উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়ার উদাহরণ টেনে প্রতিমন্ত্রী বলেন, এসব দেশ অসাম্প্রদায়িক, প্রগতিশীল নাগরিক গড়ে তুলেছে। যার ফলে তারা আজ উন্নতির চরম শীর্ষে চলে গেছে।

পলক বলেন, বঙ্গবন্ধু বলে গেছেন রাজনৈতিক মুক্তিকে সফল করার জন্য প্রয়োজন অর্থনৈতিক মুক্তি, যা জননেত্রী শেখ হাসিনা আমাদের উপহার দিয়েছেন। আর অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তিকে টেকসই করতে হলে দরকার সাংস্কৃতিক মুক্তি। দেশকে সাফল্যের দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের দরকার সাংস্কৃতিক বিপ্লব।

কে এম শহিদ উল্যার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন তানভীর আহমেদ লোটন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এম মফিদুল রহমান, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপদেষ্টা চৌধুরী নাফিজ সরাফাত ও তরফদার মো. রুহুল আমিন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাংগঠনিক সচিব ফরিদ উদ্দিন আহমেদ রতনসহ অনেকে।

বাংলাদেশ সময়: ২৩:৫১:১৭   ১১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইসিটি’র আরও খবর


বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
সৌর তরঙ্গ বিচ্ছুরণরত সূর্যের বিরল ছবি প্রকাশ করল নাসা
বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় সংস্কৃতির অদম্য শক্তি দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে : মোস্তাফা জব্বার
আওয়ামী লীগ প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে : পলক
প্রযুক্তি বাণিজ্যে বৈচিত্র্য আনতে চাই : আইসিটি প্রতিমন্ত্রী
ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির আওতায় ক্যাশলেস সোসাইটি আমাদের লক্ষ্য -টেলিযোগাযোগ মন্ত্রী
বাংলাদেশ গ্লোবাল ইন্ডাস্ট্রিতে সেবা প্রদান করতে প্রস্তুত রয়েছে - পলক
তৃণমূলে থাকা তারুণ্যের শক্তি দেখালো জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড
পঞ্চম শিল্প বিপ্লবেও আমরা নেতৃত্ব দেবো : টেলিযোগাযোগ মন্ত্রী
দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি : পলক

আর্কাইভ