এক যুগের বন্ধুকেই বিয়ে করলেন এইচ এম রানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » এক যুগের বন্ধুকেই বিয়ে করলেন এইচ এম রানা
মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২



---

ভ্যালেন্টাইনস ডে’র বিশ্ব ভালোবাসা দিবসেই নিজের বিয়েটা সেরে ফেলেছেন ক্লোজআপ ওয়ান তারকা ও জনপ্রিয় সংগীতশিল্পী , উপস্থাপক ও সংগীত পরিচালক এইচ এম রানা। কনে ডাক্তার আফিয়া ফারজানা শাম্মী (এমবিবিএস) ইন্টার্ন চিকিৎসক হিসেবে রাজধানীর একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত আছেন।

বিয়ে ও কনের প্রসঙ্গে তিনি বলেন, আফিয়ার সঙ্গে দীর্ঘ ১১ বছরের বন্ধুত্ব আর কিছুদিন পরেই তা একযুগে রূপ নেবে। এফএম রেডিওতে চাকরি করা অবস্থায় ওর সঙ্গে আমার পরিচয় ও বন্ধুত্ব। তখন স্কুলের ছাত্রী আর আমি সবে অনার্স শেষ করে মাস্টার্সে ভর্তি হব, একই সঙ্গে তখন আমি রেডিওতে কাজ করি। ও ছিল আমার রেগুলার শো লিসেনার এবং আমার গান ও খুব পছন্দ করত। বন্ধুত্বের এই দীর্ঘ লম্বা সময়ে আমরা দেখেছি জীবনের নানান চড়াই-উতরাই, দেখেছি আপন পরের নানান সাপলুডু খেলা। কিন্তু কখনোই আমরা পিছপা হইনি নিজেদের মধ্যে বাঁধার দেয়াল তৈরি করিনি ও কাউকে করতেও দেইনি এবং জীবনের কোনো অবস্থাতেই কেউ কারো হাতটা ছেড়ে যাইনি।

অতঃপর আমরা সিদ্ধান্ত নিলাম বিয়ে করার। আর সেই বিয়েটাকে ভালোবাসায় স্মরনীয় করে রাখতে উভয় পরিবারের সিদ্ধান্তে আমরা ভ্য্যালেন্টাইন’স ডে’কে বিয়ের জন্য বেছে নিলাম।

এ সময় তিনি আরও বলেন, যেহেতু আফিয়ার পরিবারের সবাই আমেরিকায় স্থায়ীভাবে থাকেন তাই ওর বাবা মা ও পরিবারের অনেকেই বিয়েতে সশরীরে উপস্থিত না থাকতে পারায় কিছু আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের উপস্থিতিতে কাজি ডেকে আমাদের আকদ সম্পন্ন হয়েছে। ইনশাআল্লাহ আগামী জুলাইতে উভয় পরিবারের উপস্থিতিতে সবাইকে আমন্ত্রণ জানিয়ে ঘটা করে বিয়ের মূল আনুষ্ঠানিকতার আয়োজন করা হবে বলে রানা জানান।

হানিমুনে কোথায় যাওয়া হচ্ছে জানতে চাইলে রানা বলেন, আমার শ্বশুর শাশুড়িসহ পরিবারের অনেকেই আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করেন, তাই ইচ্ছা আছে দুবাইতে বেশ কদিন কাটিয়ে আমেরিকায় পরিবারের সবার সঙ্গে পুরো সময়টা কাটানোর । রানা তার নতুন দাম্পত্য জীবন যেন সুন্দর ও সুখের হয় সে জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬:২২:২৬   ৩৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ