যত বেশি ডিজিটালাইজড হবে, দুর্নীতি তত কমে যাবে: নৌ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » যত বেশি ডিজিটালাইজড হবে, দুর্নীতি তত কমে যাবে: নৌ প্রতিমন্ত্রী
বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২



---

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী একটি আদর্শ ও লক্ষ্য নিয়ে দেশ পরিচালনা করছেন। বাংলাদেশের মানুষ এরইমধ্যে এর সুফল পেতে শুরু করেছে। বন্দরগুলো ডিজিটালাইজড করা হয়েছে। যত বেশি ডিজিটালাইজড হবে; দুর্নীতি তত কমে যাবে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের (এসসিবি) অফিসে শিপার্স কাউনসিলে ‘মিটিগেটিং করাপশন ফর ইকোনমিক গ্রোথ ইন দ্য মেরিটাইম সেক্টর’ শীর্ষক সেমিনারের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারের জিরো টলারেন্স নীতির কারণে দুর্নীতি সহনীয় পর্যায়ে রয়েছে। ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের দৃঢ় পদক্ষেপের ফলে দুর্নীতি কমতে শুরু করেছে। আগামীতে আরো কমবে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম ও মোংলা বন্দরে স্ক্যানার বসানো হয়েছে। স্থলবন্দরগুলোতেও স্ক্যানার বসানো হবে। সবকিছু ডিজিটালাইজড হলে অসৎ ব্যবসায়ীরা ফাঁকি দিতে পারবে না; সরকারি ফ্যাসিলিটিগুলো ফাঁকি দিতে পারবে না।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষের সমস্যা হচ্ছে, ধৈর্য্যের অভাব। গত ৫০ বছরে আমাদের সমসাময়িক যেসব দেশ স্বাধীনতা লাভ করেছে তারা অনেক এগিয়ে গেছে। আমাদের অনেক সম্ভাবনা ছিল। অনেক সরকার ছিল। তাদের ভাগ্য উন্নয়নের জন্য রাস্তা ছিল; কিন্তু জনগণের ভাগ্য উন্নয়নে তারা কিছু করেনি। বর্তমানে দেশপ্রেমিক সরকার ক্ষমতায় রয়েছে। সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে পারব। দেশ এগিয়ে যাচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতি কমাতে সরকার আন্তরিক। এজন্য সকলের সম্মিলিত প্রয়াস প্রয়োজন। ভাল উদ্যোগগুলোকে পেছনে টেনে ধরার অনেকের অভ্যাস রয়েছে। এতদিন তারা বাংলাদেশ শ্রীলঙ্কার মতো হয়ে যাবে বলে চিৎকার করেছে। এখন আর সে কথা বলে না। বাংলাদেশ এখন টার্নিং পয়েন্টে আছে।

তিনি বলেন, দেশে এখন যুবশ্রেণির সংখ্যা বেশি। এ সময়টাকে কাজে লাগাতে হবে। বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে। আবার কেউ কেউ পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।

এসসিবির চেয়ারম্যান মো. রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জিসিএনবির নির্বাহী পরিচালক শাহামিন এস. জামান। সেমিনারে দুটি পেপার উপস্থাপন করেন মেরিটাইম এন্টি-করাপশন নেটওয়ার্কের প্রকল্প পরিচালক এবং সাবেক ডিজি শিপিং কমোডর সৈয়দ আরিফুল ইসলাম, বিএন (অব) এবং শিপার্স কাউন্সিলের পরিচালক সৈয়দ মো. বখতিয়ার।

এসময় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. আরিফুল আহসান, ভাইস চেয়ারম্যান এ কে এম আমিনুল মান্নান (খোকন) এবং পরিচালকবৃন্দ মো. নুরুচ্ছাফা বাবু, জিয়াউল ইসলাম, আতাউর রহমান খানসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:১৪   ৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ