রাজধানীতে বাসের ধাক্কায় লেগুনাচালক নিহত, আহত ১৫

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীতে বাসের ধাক্কায় লেগুনাচালক নিহত, আহত ১৫
মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২



---

রাজধানীর ডেমরা বাঁশেরপুল এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনাচালক রাজীব (৩৩) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় চালক ছাড়াও লেগুনায় থাকা অন্তত ১৫ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে লেগুনাচালক রাজীব (৩৩), যাত্রী মো. সাগর হোসেন (১৮), আবুল বাশার (৪০), শান্ত আহমেদ (১৯), আব্দুল গনি (৪৪), মো. হৃদয় (২৮), হাসান আলী (৪০) ও আব্দুল বাতেনকে (৪৪) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সকাল সোয়া ১০টার হাসপাতালে পৌঁছালে চিকিৎসকরা রাজীবকে মৃত ঘোষণা করেন।

আহত বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

লেগুনার যাত্রী মো. হৃদয় ও শান্ত আহমেদ জানান, তারা যাত্রাবাড়ী থেকে নারায়ণগঞ্জের বড়পাগামী লেগুনায় যাচ্ছিলেন। বাঁশেরপুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের বহনকারী লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে হতাহতের এ ঘটনা ঘটে।

আহতরা জানান, লেগুনায় অন্তত ১৫ যাত্রী ছিলেন। তারা সবাই কমবেশি আহত হয়েছেন।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. তাজুল ইসলাম জানান, ডেমরা-যাত্রাবাড়ী রোডের বাঁশেরপুল এলাকায় রাস্তায় একটি বাস দাঁড় করিয়ে যাত্রী নামাচ্ছিল। সেই বাসটিকে ওভারটেক করার সময় আসিয়ান পরিবহনের একটি বাস সামনের দিক থেকে আসা লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে। বাস ও লেগুনা জব্দ করা হয়েছে। তবে বাসের চালক, হেলপার পালিয়ে গেছেন। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এদিকে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, নিহত চালকের মানিব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার নাম রাজিব, বাবার নাম মমতাজ বলে জানা গেছে। সেখানে তার ঠিকানায় দক্ষিণ যাত্রাবাড়ীর ফরিদিবাদ দেয়া রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:০৪:৫০   ৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ