যুদ্ধে ইউক্রেন বাহিনীর অগ্রগতি হয়েছে: ব্লিংকেন

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুদ্ধে ইউক্রেন বাহিনীর অগ্রগতি হয়েছে: ব্লিংকেন
মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২



---

রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে ইউক্রেন বাহিনীর। সোমবার (১২ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন এ কথা বলেন।

ব্লিংকেন বলেন, ইউক্রেন যুদ্ধের ফলাফল নিয়ে এখনই ভবিষ্যদ্বাণী করা খুব আগাম বলা হবে।

মেক্সিকো সিটিতে সাংবাদিকদের তিনি বলেন, ইউক্রেনে বিশেষত উত্তরপূর্বাঞ্চলে ইউক্রেনীয় বাহিনী স্পষ্টত উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এটি আমাদের সহায়তার ফল। তবে প্রথম ও সর্বাগ্রে এটি ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী ও ইউক্রেনীয় জনগণের অসাধারণ সাহস ও দৃঢ়তার ফসল।

ব্লিংকেন আরও বলেন, রুশরা ইউক্রেনে যথেষ্ট সেনা ও গোলাবারুদ মোতায়েন রাখছে। তারা এসব অস্ত্র ও গোলাবারুদ কেবল ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধেই নয়, দেশটির সাধারণ জনগণ ও বেসামরিক স্থাপনার বিরুদ্ধেও ব্যবহার করছে।

ইউক্রেনের খারকিভের ২০টি গ্রাম দখলমুক্তসহ দক্ষিণাঞ্চলীয় খেরসনসহ বিভিন্ন অঞ্চলের ছয় হাজার বর্গকিলোমিটার এলাকায় পুনরায় নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনারা। কিয়েভের এমন পাল্টা আক্রমণে পূর্বপরিকল্পনা অনুযায়ী, সামরিক অভিযানে রাশিয়া ব্যর্থ হচ্ছে বলে দাবি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিআইএ)।

তবে ওয়াশিংটনের দাবি উড়িয়ে দিয়েছে মস্কো। উল্টো এখনও অব্যাহত আছে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র হামলা।

এদিকে চলমান যুদ্ধে রুশবিরোধীদের ভয়ভীতি দেখিয়ে বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টি করছে বলে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলেছে জাতিসংঘ।

বাংলাদেশ সময়: ১২:৫৪:১৭   ৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ