সিরি-এ: দুই গোলে পিছিয়ে থেকে শেষ পর্যন্ত জুভেন্টাসের ড্র

প্রথম পাতা » খেলা » সিরি-এ: দুই গোলে পিছিয়ে থেকে শেষ পর্যন্ত জুভেন্টাসের ড্র
সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২



---

রোববার সিরি-এ লিগে প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে থেকে শেষ পর্যন্ত সালেরনিতানার সাথে ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে জুভেন্টাস। দিনের আরেক ম্যাচে তলানির দিকের দল ক্রিমোনেসের সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে আটালান্টা।
এবারের মৌসুমে এনিয়ে চতুর্থ ম্যাচে ড্র করলো মাসিমিলিয়ানো আলেগ্রির দল। কিন্তু শুধুমাত্র ড্র দিয়েই ম্যাচটির গল্প শেষ হয়ে যায়নি। চারটি লাল কার্ডে ম্যাচের আবহ অনেকাংশেই নষ্ট হয়েছে। জুভেন্টাসের বদলী খেলোয়াড় আরকাডিয়াজ মিলিকের শেষ মুহূর্তেল গোল ভিএআর প্রযুক্তি বাতিল করে দিলে তা নিয়েও বিতর্ক সৃষ্টি হয়। স্টপেজ টাইমের পঞ্চম মিনিটে পোলিশ এই স্ট্রাইকার হেডের সাহায্যে গোল করে আলিয়াঁজ স্টেডিয়ামকে আনন্দে ভাসিয়েছিলেন। কিন্তু ভিএআর প্রযুক্তি ব্যবহার করে দেখা গেছে গোলের আগে লিওনার্দো বনুচ্চি অফসাইড পজিশনে ছিলেন। ফলে গোলটি বাতিল করা হয়। গোলের পর মিলিক জার্সি খুলে উদযাপন করতে গেলে তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখতে হয়েছে। এই ঘটনায় উত্তেজিত উভয় দলের শিবিরে একে একে লাল কার্ড পেয়েছেন জুভেন্টাসের হুয়ান কুয়াড্রাডো, আলেগ্রি এবং সালেরনিতানার ডিফেন্ডার ফেডেরিকো ফাজিও। এর মাত্র দুই মিনিট আগে বনুচ্চি স্পট কিক থেকে প্রথম সুযোগটি নষ্ট করলেও ফিরতি প্রচেষ্টায় তা জালে পাঠিয়ে জুভেন্টাসের এক পয়েন্ট নিশ্চিত করেছেন। এর মাধ্যমে তুরিনের নাটকীয় ম্যাচটি শেষ হয়েছে।
উত্তেজনায় ঠাসা ম্যাচটিতে প্রথমেই এগিয়ে গিয়েছিল সফরকারী সালেরনিতানা। ১৮ মিনিটে এন্টোনিও কানড্রেভার দারুন ফিনিশিংয়ে লিড পায় সালেরনিতানা। এরপর ক্রিজিস্টো পিয়াটেক স্পট কিক থেকে প্রথমার্ধের ইনজুরি টাইমে ব্যবধান দ্বিগুন করেন। ডেভিড নিকোলাসের দল গত মৌসুমে অলৌকিক ভাবে শেষ দিনে সিরি-এ লিগে নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে সক্ষম হয়েছিল। এবারের মৌসুমের শুরুটাও তারা দুর্দান্ত গতিতে করেছে। সাত পয়েন্ট নিয়ে তারা বর্তমানে জুভেন্টাসের থেকে তিন পয়েন্ট পিছিয়ে টেবিলের ১০ম স্থানে রয়েছে। অন্যদিকে মৌসুমের শুরু থেকেই ইনজুরি ও ফর্মহীনতায় প্রতিদিনই পিছিয়ে পড়ছে জুভেন্টাস। জুভেন্টাসের মাটিতে ক্লাব ইতিহাসে প্রথম পয়েন্ট অর্জনের মাধ্যমে সালেরনিতানা নতুন মৌসুমে ৬ ম্যাচে চতুর্থ ড্র নিশ্চিত করেছে।
সিরি-এ ম্যাচে এবারের মৌসুমে এই প্রথম ভিএআর নিয়ে বিতর্ক হলো না। এর আগে দিনের শুরুতে মেঞ্জোর বিপক্ষে ১-১ গোলের ড্র হওয়া ম্যাচটিতে দুটি হ্যান্ডবলের বিষয়ে লিসের সভাপতি সাভেরিও স্টিচি ডামিয়ানির ভিএআর প্রযুক্তির কড়া সমালোচনা করেছিলেন। এর মাধ্যমে প্রথমবারের মত সিরি-এ লিগে খেলতে আসা মোঞ্জা প্রথম পয়েন্ট অর্জন করে।
এদিকে দিনের আরেক ম্যাচে মাঠে নেমেছিল ৬০ বছরের ইতিহাসে মৌসুমের এই সময়ে প্রথমবারের মত সিরি-এ লিগ টেবিলের শীর্ষে থাকা আটালান্টা। কিন্তু এমানুয়েলে ভালেরিসের ৭৮ মিনিটের গোলে বারগামোতে ক্রিমোনেসের এক পয়েন্ট নিশ্চিত হওয়ায় দ্বিতীয় স্থানে নেমে যেতে বাধ্য হয় আটালান্টা। এর চার মিনিট আগে মেরিহ ডেমিরালের গোলে এগিয়ে গিয়েছিল স¦াগতিক আটালান্টা। এই ড্রয়ে টেবিলের শীর্ষে থাকা নাপোলি ও বর্তমান চ্যাম্পিয়ন এসি মিলানের সাথে সমান ১৪ পয়েন্ট অর্জন করেছে আটালান্টা। নাপোলি ও মিলান উভয়ই নিজ নিজ ম্যাচে শনিবার জয়ী হয়েছে।
এবারের লিগে উন্নীত ক্রিমোনেস ১৯৯৬ সালের পর প্রথমবারের মত সিরি-এ লিগে খেলতে এসেছে। প্রথম ৬ ম্যাচে দুই পয়েন্ট অর্জণ করে তারা তলানির থেকে তৃতীয় স্থানে রয়েছে।
ভেরোনাকে ঘরের মাঠে ২-০ গোলে পরাজিত করে শীর্ষে থাকা তিন দলের থেকে তিন পয়েন্ট পিছিয়ে টেবিলের ষষ্ঠ স্থান ধরে রেখেছে ল্যাজিও। ম্যাচে দুটি গোল করেছেন অভিজ্ঞ সিরো ইমোবিলে ও লুইস আলবার্তো।
কোচ সিনিসা মিহালোভিচকে ছাড়া লিগের প্রথম জয় নিশ্চিত করেছে বোলোনিয়া। মৌসুমে মার্কো অরনাটোভিচের ষষ্ঠ গোলে কাল ফিওরেন্টিনাকে ২-১ গোলে পরাজিত করেছে তারা।

বাংলাদেশ সময়: ১৫:৫২:২১   ৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ