লা লিগা: মায়োর্কাকে হারিয়ে শীর্ষস্থানে ফিরলো রিয়াল মাদ্রিদ

প্রথম পাতা » খেলা » লা লিগা: মায়োর্কাকে হারিয়ে শীর্ষস্থানে ফিরলো রিয়াল মাদ্রিদ
সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২



---

এক গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত রোববার লা লিগায় মায়োর্কাকে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে গোল করে টানা পঞ্চম ম্যাচে স্কোরশিটে নাম লেখালেন রিয়ালের তরুন ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র।
সান্তিয়াগো বার্নাব্যুতে ৩৪ মিনিটে ভেডাট মুরিকির গোলে মায়োর্কা এগিয়ে যায়। একক প্রচেষ্টার প্রথমার্ধের ইনজুরি টাইমে ফেডেরিকো ভালভার্দে গোল করে মাদ্রিদ শিবিরে স্বস্তি ফেরান। ৭২ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোলে এগিয়ে যায় রিয়াল। ম্যাচের শেষ মুহূর্তে রডরিগো ও এন্টোনিও রুডিগারের গোলে কার্লো আনচেলত্তির দলের লিগে টানা পঞ্চম জয় নিশ্চিত হয়। এই জয়ে বার্সেলোনাকে হটিয়ে আবারো টেবিলের শীর্ষে ফিরেছে গ্যালাকটিকোরা।
ম্যাচ শেষে আনচেলত্তি বলেছেন, ‘ভিনি একজন বিশেষ খেলোয়াড়, সে কারনেই সে নিয়মিত দলে খেলছে। তার মধ্যে অনন্য সাধারন গুন রয়েছে যা খুবই বিরল। বিভিন্ন কারনে আজকের ম্যাচটা খুবই কঠিন ছিল। সেট পিস থেকে প্রথমে আমরা গোল হজম করি। এক গোলে পিছিয়ে থেকে ম্যাচে ফিরে আসা সবসময় সহজ হয়না। কিন্তু শেষ পর্যন্ত আমরা জয়ী হয়েই মাঠ ছেড়েছি।’
ইনজুরি আক্রান্ত ফরোয়ার্ড করিম বেনজেমাকে ছাড়া কাল মাঠে নেমেছিল স্বাগতিকরা। সপ্তাহের মাঝামাঝিতে সেল্টিকের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে থাই ইনজুরিতে পড়েছেন বেনজেমা। আনচেলত্তি বলেন, ‘বেনজেমার অনুপস্থিতিতে পুরো দল মাঠে নিজেদের মানিয়ে নেবার চেষ্টা করছে। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এটা খুবই জরুরী। আশা করছি দ্রুতই তাকে আমরা মাঠে ফিরে পাবো।’
ফ্রি-কিক থেকে মুরিকির হেডে পিছিয়ে পড়ার পর অনেকটাই হতবাক হয়ে যায় মাদ্রিদ। যদিও ভালভার্দে গোল শোধ করলে অনেকটাই স্বস্তি নিয়েই বিরতিতে যায় আনচেলত্তির শিষ্যরা। নিজের অর্ধ থেকে বল নিয়ে এসে একক প্রচেষ্টায় মায়োর্কার ডি বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে ভালভার্দে সমতা ফেরান। ৭২ মিনিটে তিনজন ডিফেন্ডারের মধ্য দিয়ে ভিনিসিয়াসের দিকে বল বাড়িয়ে দেন রডরিগো। দারুন সেই পাসে দলকে এগিয়ে দিতে কোন ভুল করেননি ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড। ৮৯ মিনিটে রডরিগো আরো একটি দারুন ফিনিশিংয়ে ব্যবধান ৩-১’এ নিয়ে যান। ইনজুরি টাইমে টনি ক্রুসের ফ্রি-কিক থেকে রুডিগারের ভলি আটকানোর সাধ্য ছিলনা মায়োর্কার গোলরক্ষক প্রিড্রাগ রাজকোভিচের। গত মৌসুমের শেষে ফ্রি-ট্রান্সফার সুবিধায় চেলসি থেকে মাদ্রিদে আসার পর স্প্যানিশ চ্যাম্পিয়নদের জার্সি গায়ে এটাই রুডিগারের প্রথম গোল।
এই জয়ে পাঁচ ম্যাচে শতভাগ জয়সহ ১৫ পয়েন্ট নিয়ে বার্সেলোনার থেকে দুই পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়াল। শনিবার কাডিজকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করেছিল বার্সা।
তলানির দ্বিতীয় দল এলচেকে ৪-১ গোলে পরাজিত করে পঞ্চম স্থানে উঠে এসেছে এ্যাথলেটিক বিলবাও।

বাংলাদেশ সময়: ১৫:৩৫:১৪   ৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ