রাজধানীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২



---

রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. আলী হোসেন (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে তেজগাঁও বিজিপ্রেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন তেজগাঁও বিজ্ঞান হাইস্কুলের ১০ম শ্রেণির ছাত্র ছিল। তেজগাঁও কুনিয়াপাড়ায় পরিবারের সাথে থাকতো হোসেন আলী। তার গ্রামের বাড়ি বরিশালের মুলাদী উপজেলার কৃষ্ণপুর গ্রামে। আজমির হোসেন ও সেলিনা বেগম দম্পতির এক ছেলে ও এক মেয়ের মধ্যে বড় আলী হোসেন।

নিহতের বাবা আজমির হোসেন জানান, সকাল ৬টার দিকে কোচিং করার জন্য বাসা থেকে বের হয় সে। পরে ৮টার দিকে তিনি খবর পান আলী রোড অ্যাক্সিডেন্ট করেছে; তাকে শমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে তিনি শমরিতা হাসপাতালে গিয়ে সেখান থেকে আলীকে ঢাকা মেডিকেলে নিয়ে যান।

তিনি বলেন, ঢাকা মেডিকেলে নেয়ার পর সকাল সাড়ে ৮টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সুদর্শন রাজবংশী জানান, পৌনে আটটার দিকে বিজেপ্রেস এলাকায় চেকপোস্টের ডিউটি করছিলেন তারা। তখন একটি শব্দ শুনতে পান। পরে সেখানে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ওই স্কুলছাত্র। তখন এক রিকশাচালকের মাধ্যমে তাকে শমরিতা হাসপাতালে পাঠিয়ে দেন।

এসআই বলেন, তবে কোন গাড়ির ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে তা আশপাশে লোকজনও বলতে পারেনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১:৩৩:২৯   ৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ