বাহরাইনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ

প্রথম পাতা » খেলা » বাহরাইনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ
রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২



---

এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইয়ে শক্তিশালী বাহরাইনকে রুখে দিয়েছে বাংলাদেশ। স্বাগতিক বাহরাইনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। এতে পাওয়া এক পয়েন্টই বাংলাদেশের জন্য বড় এক অর্জন।

শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে মানামার খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে প্রথমার্ধের শুরুতে খানিকটা আক্রমণাত্মকভাবে খেলে বাংলাদেশের যুবারা। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে খোলস ছেড়ে বের হতে থাকে স্বাগতিক বাহরাইন। অবশ্য একের পর এক আক্রমণ করেই সন্তুষ্ট থাকতে হয়েছে স্বাগতিকদের। এদিন বাংলাদেশের রক্ষণ ছিল দুর্দান্ত। দুটি নিশ্চিত গোল আটকে দিয়ে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে বাংলাদেশকে এক পয়েন্ট এনে দিয়েছেন গোলকিপার শান্ত কুমার।

ম্যাচ শুরুর ১০-১৫ মিনিটের মধ্যে বেশ কয়েকবার আক্রমণে ওঠে বাংলাদেশের যুবারা। কিন্তু গোছানো আক্রমণ না হওয়ায় তা সফলতার মুখ দেখেনি। বাহরাইনও একের পর এক আক্রমণ করে যায়। তবে বাংলাদেশকে রক্ষা করেন গোলকিপার শান্ত কুমার।

দ্বিতীয়ার্ধে একচেটিয়া আধিপত্য বিস্তার করে বাহরাইন। আক্রমণের পসরা সাজিয়ে বাংলাদেশকে চাপে ফেলে দেয়। যদিও জয়সূচক গোলের দেখা আর পায়নি স্বাগতিকরা। দারুণভাবে রক্ষণ সামলেছেন তানভীররা। দ্বিতীয়ার্ধে পুরো সময় রক্ষণ আগলে রেখে ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। আগামী ১২ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১১:১৯:২৫   ১০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ