ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২



---

আজ রোববার, ১১ সেপ্টেম্বর ২০২২। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:
১৮৯৫- বার্মিংহাম থেকে এফএ কাপ চুরি হয়ে যায়।
১৯০৯- ম্যাক্স উলফ হ্যালির ধূমকেতু নতুন কারে আবিষ্কার করেন।
১৯২৬- কলকাতায় নাখোদা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
১৯৪৮- নিজামের হায়দরাবাদ রাজ্যের দখল নেয় ভারত সরকার।
১৯৭০- আন্তর্জাতিক ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি) প্রতিষ্ঠিত হয়।
১৯৭৩- চিলির নির্বাচিত সরকারের প্রধান ও প্রগতিশীল দেশনায়ক সালভেদর আলেন্দেকে হত্যা করে প্রতিবিপ্লবীরা ক্ষমতা দখল করে।
২০০১- মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এ দুটি ও পেন্টাগনে ১টি যাত্রীবাহী বিমান আঘাত হানে এবং ৩ হাজারের অধিক ব্যক্তির প্রাণহানি ঘটে। এ ছাড়া আর একটি বিমান ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট ৯৩ পেন্সিলভেনিয়ায় ভূপাতিত হয়।
২০০৭- প্রথম টি-২০ বিশ্বকাপ ক্রিকেট দক্ষিণ আফ্রিকায় শুরু হয়।
২০১৫- ‎মক্কা ক্রেন দুর্ঘটনায় নির্মাণকাজে ব্যবহৃত একটি ভ্রাম্যমাণ ক্রেন ভেঙে পড়ে। এর ফলে ১০৭ জন মারা যান এবং ২৩৮ জন আহত হন।

জন্ম:
১৮৪৯- উইলিয়াম কুপার, অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৮৬২- ও হেনরি, প্রখ্যাত মার্কিন ছোট গল্পকার।
১৮৭৭- জেমস জিনস, প্রখ্যাত ইংরেজ প্রাবন্ধিক ও বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক।
১৮৮৫- ডি. এইচ লরেন্স, ইংরেজ সাহিত্যিক।
১৯০৭- কবি সুফী মোতাহার হোসেন।
১৯০৮- বিনয় বসু, ব্রিটিশবিরোধী বাঙালি বিপ্লবী।
১৯৫০- শাহাবুদ্দিন আহমেদ, বাংলাদেশি চিত্রশিল্পী।
১৯৫৩ - শহীদুল জহির, বাংলাদেশি গল্পকার ও ঔপন্যাসিক।
১৯৬৯ - কনক চাঁপা, বাংলাদেশি কণ্ঠশিল্পী।
১৯৭০ - কালিকাপ্রসাদ ভট্টাচার্য, ভারতীয় বাঙালি লোকসংগীত শিল্পী ও গবেষক।

মৃত্যু:
১৮২৩- ডেভিড রিকার্ডো, অর্থনীতিবিদ।
১৯৪৮- মুহাম্মদ আলী জিন্নাহ, পাকিস্তানের প্রতিষ্ঠাতা।
১৯৫৮- রবার্ট সার্ভিস, বিখ্যাত কানাডীয় কবি।
১৯৭১- নিকিতা ক্রুশ্চেভ, সোভিয়েত রাষ্ট্রনায়ক।
১৯৮৭- মহাদেবী বর্মা, প্রখ্যাত হিন্দি ভাষার কবি।
১৯৮৭- মণিকুন্তলা সেন, প্রগতিবাদী রাজনৈতিক নেত্রী।

বাংলাদেশ সময়: ১১:১৩:৪১   ২০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ