ডলার নিয়ে আসছে নতুন সিদ্ধান্ত

প্রথম পাতা » অর্থনীতি » ডলার নিয়ে আসছে নতুন সিদ্ধান্ত
শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২



---

কোনো চেষ্টা-তদবিরের পরও বাজারে ডলারের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেয়া রেট ৯৫ টাকা আছে খাতা-কলমে। আদতে ডলার বিক্রি হচ্ছে ১০০ টাকার ওপরে।

ডলার সংকট ও দাম নিয়ন্ত্রণে এবার আসছে ভিন্নধর্মী প্রস্তাব। ডলারের দাম কেন্দ্রীয় ব্যাংকের হাতে নয়, নির্ধারিত হবে ব্যাংকের নিজস্ব সিদ্ধান্তের ওপর।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) সঙ্গে বাংলাদেশ ব্যাংকের একটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তারা ডলারের দাম ব্যাংকগুলোর ওপর ছেড়ে দেয়ার সিদ্ধান্তে সহমত পোষণ করে। ধারণা করা হচ্ছে, রোববার (১১ সেপ্টেম্বর) এ সংক্রান্ত আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে।

চলতি বছরের মে মাস থেকে বাজারে ডলার নিয়ে চলছে নানামুখী অস্থিরতা। একদিকে বেড়ে গেছে আমদানি খরচ, অন্যদিকে রিজার্ভে টান। এ সময় ডলারের দাম স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক টাকার বিপরীতে ডলারের মান ৮৬ থেকে ৯৫ টাকা করে। যদিও এ সিদ্ধান্তে কোনো লাভ হয়নি। খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১২০ টাকা পর্যন্ত হয়েছে, যা এযাবৎকালে সর্বোচ্চ।

এদিকে টাকার অবমূল্যায়ন হওয়ায় রেমিট্যান্স কেনার ক্ষেত্রে ব্যাংকগুলোতে চলছে তুমুল প্রতিযোগিতা। যে ব্যাংক যত বেশি দাম দিতে পারছে, সেই ব্যাংকই পাচ্ছে রেমিট্যান্স। এতে ডলারের বাজার আরও অস্থিতিশীল হয়ে উঠছে। ধারণা করা হচ্ছে, অস্থিতিশীলতা ঠেকাতে ব্যাংকগুলোর ওপর ডলারের দাম ছেড়ে দিলে ইতিবাচক ফল আসবে।

এ ব্যাপারে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম জানিয়েছেন, ডলারের দাম পর্যালোচনা করা হয়েছে। রোববার এ ব্যাপারে সিদ্ধান্ত আসবে। নতুন দাম নির্ধারণ করে কেন্দ্রীয় ব্যাংককে জানানো হবে। সবাই নতুন দাম মেনে চললে বাজারে ডলার নিয়ে অস্থিরতা কমে আসবে।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:৩২   ১৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


বাজারে শীতের সবজি থাকলেও নাগালে নেই
রমজানে পুরো মাসের পণ্য একসঙ্গে না কেনার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর
নতুন বছরের শুরুতেই কমলো এলপি গ্যাসের দাম
২০২২ সালের সালতামামিতে বিশ্ব অর্থনীতি
চাহিদামতো নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের নিশ্চয়তা দিয়েছে ভারত
রংপুরে আরএফএল গ্রুপের বাইসাইকেল কারখানার উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী
জাপানের সঙ্গে এফটিএর যৌথ সমীক্ষা শুরু
নিয়মিত ভ্যাট প্রদানকারীদের হয়রানি করা বন্ধ করুন
রমজান সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী
উদ্যোক্তা রাজিয়া সুলতানার তৈরি পাটজাত পণ্য রফতানি হচ্ছে বিদেশে

আর্কাইভ