ফরিদপুরে ২৫ কেজি গাঁজাসহ আটক ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ২৫ কেজি গাঁজাসহ আটক ২
শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২



---

ফরিদপুরের বোয়ালমারীতে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের বিশ্বাসপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন- উপজেলার বিশ্বাসপুর গ্রামের বাবুল শেখের ছেলে আবদুল কুদ্দুস (২৪) ও সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার লাইড়ি-মোহনপুর গ্রামের আব্দুল সত্তার খানের ছেলে জুয়েল খান (৩৬)।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপপরিদর্শক (এসআই) মো. মামুন ইসলাম ও এসআই উত্তম কুমার সেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চলিয়ে ৮টি গাঁজার প্যাকেটসহ দুই মাদক কারবারিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২৫ কেজি গাঁজা, মাদকসেবনের সরঞ্জাম, মোবাইল ফোন ও কিছু নগদ টাকা জব্দ করা হয়।

উপপরিদর্শক মো. মামুন ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটক দুজনের মধ্যে জুয়েল খান পেশাদার মাদক ব্যবসায়ী। সে সিরাজগঞ্জ থেকে এসে ভাড়াবাড়িতে থেকে বেশ কিছুদিন ধরে বোয়ালমারীসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তার স্বীকারোক্তি অনুযায়ী আরও মাদক কারবারি রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুল ওহাব বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৪:২৫   ৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ