বিএনপির মিছিল মিটিং করতে বাধা নেই : আইনমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপির মিছিল মিটিং করতে বাধা নেই : আইনমন্ত্রী
বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২



---

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে দুটি শর্তে। সেই শর্ত তিনি স্বীকার করেই মুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ধামরাইয়ের কালামপুর আমাতন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে সাব রেজিস্ট্রার অফিস উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বিএনপির মিছিল মিটিং করতে বাধা নেই। আওয়ামী লীগ কোনো জায়গায় মিছিল মিটিং করতে বাধা দিচ্ছে না। কিন্তু সহিংসতা আমরা সহ্য করবো না।

তিনি আরও বলেন, কেউ যদি গন্ডগোল করতে চায়, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা রক্ষা করবে। এটা তাদের দায়িত্ব।

আনিসুল হক বলেন, এই যে মামলা হামলার কথা বলছেন, নতুন করে মামলা হামলা তাদের দেওয়া হচ্ছে না। পুরনো মামলা হামলার যারা আসামি তারা যদি বেড়িয়ে আসে, তাদেরকে যদি পাওয়া যায় তাদের ব্যাপারে তো আইনি ব্যবস্থা নিতেই হবে।

তিনি বলেন, বিগত বিএনপির শাসনামলে দেশে কোনো ধরনের উন্নয়ন হয়নি। কিন্তু আওয়ামী লীগের আমলে দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। এসব সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। তার দৃঢ় নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।

এসময় তিনি আরও বলেন, প্রতিটি সাব-রেজিস্ট্রার অফিসেই একটি করে অভিযোগ বাক্স বসানো হবে। সেবা নিতে আসা লোকজন যে কোনো বিষয়ে অভিযোগ করতে পারবে। সেই অভিযোগের কপিগুলো ঊর্ধ্বতন কর্মকর্তারাই তদারকি করবেন।

এর আগে ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর বাজার সাব-রেজিস্ট্রার অফিস উদ্বোধন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহিদুল আলম ঝিনুক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিও) ভাস্কর দেবনাথ বাপ্পি, সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ এম এ মালেক, জেলা রেজিস্ট্রার শাবিকুন্নাহার, উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকীসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১৭:৫১:৩১   ৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ