শেষ পর্যন্ত টটেনহ্যামের জার্সি গায়ে গোলের দেখা পেয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচারলিসন। বুধবার ১০ জনের মার্সেইকে ২-০ গোলে পরাজয়ের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে এবারের মৌসুম শুরু করেছে স্পার্সরা। ম্যাচে জোড়া গোল করেছেন রিচারলিসন।
এভারটন থেকে ৬০ মিলিয়ন ইউরোতে উত্তর লন্ডনের দলটিতে আসার পর পাঁচ ম্যাচ খেলেও কোন গোলের দেখা পাননি রিচারলিসন। কিন্তু ইউরোপীয়ান আসরে জোড়া গোল করে কোচ এন্টোনিও কন্টের অপেক্ষার অবসান ঘটানোর পাশাপাশি একটি বিষয় এই ব্রাজিলিয়ান নিশ্চিত করেছে তাকে দলে নিয়ে কোন ভুল করেনি স্পার্সরা।
কাল ঘরের মাঠে বেশ লম্বা সময় ধরে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি টটেনহ্যাম। দ্বিতীয়ার্ধের শুরুতেই সন হেয়াং-মিনকে ফাউলের অপরাধে সরাসরি লাল কার্ড পেয়ে মাঠের বাইরে চলে যান মার্সেইর ডিফেন্ডার চানসেল এমবেম্বা। আর তখন থেকেই মূলত ম্যাচের ভাগ্য পরিবর্তন হতে থাকে। এই সুযোগে ৭৬ মিনিটে ২৫ গজ দুর থেকে দুর্দান্ত এক শটে রিচারলিসন স্পার্সদের এগিয়ে দেন। পাঁচ মিনিট পর তিনি ব্যবধান দ্বিগুন করেন। ক্যারিয়ারে এই প্রথমবারের মত ইউরোপীয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নেমেছিলেন ২৫ বছর বয়সী এই ব্রাজিলিয়ান এ্যাটাকার। আর প্রথম ম্যাচেই তিনি প্রমান করেছেন গ্রীষ্মকালীন দলবদলে কেন তাকে অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে দলভূক্ত করেছেন কন্টে। ম্যাচ শেষের বাঁশি বাজার সাথে সাথে নিজের এই গোলগুলোর আনন্দ স্ট্যান্ডে উপস্থিত পরিবারের সদস্যদের সাথে ভাগ করে নিয়েছেন রিচারলিসন।
ম্যাচ শেষে স্পার্স বস কন্টে বলেছেন, ‘রিচারলিসন যখন আমাদের সাথে চুক্তি করলো সেই মুহূর্তটির কথা আমার স্পষ্ট মনে আছে। সে বলেছিল চ্যাম্পিয়ন্স লিগে খেলার অপেক্ষা আর শেষ হচ্ছেনা। আমি তার সেই আকাঙ্খার সুর শুনতে পেয়েছিলাম। একজন খেলোয়াড় যখন এই ধরনের শব্দ ব্যবহার করে তখনই বোঝা যায় একটি আসরে খেলার জন্য সে কতটা উদগ্রীব হয়ে আছে।’
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ডি-তে টটেনহ্যামের অপর দুই প্রতিপক্ষ হচ্ছে এইনট্রাখট ফ্রাংকফুর্ট ও স্পোর্টিং লিসবন। সব ধরনের প্রতিযোগিতায় এবারের মৌসুমে এখনো টানা সাত ম্যাচে অপরাজিত রয়েছে টটেনহ্যাম। দলের এই উচ্ছসিত পারফরমেন্সে স্বাভাবিক ভাবেই সন্তুষ্টি প্রকাশ করে স্পার্স বস বলেন, ‘ম্যাচের প্রতিটি রাতই ছিল দারুন স্পেশাল। আজ ম্যাচের আগে আমরা সবাই টিম মিটিংয়ে একটি বিষয়ই আলোচনা করেছি গত মৌসুমে আমরা কি করেছি তা সবাই জানে। সেই ব্যর্থতা কাটিয়ে এবার আমরা ফিরে এসেছি। আমার কাছে মনে হয় চ্যাম্পিয়ন্স লিগের মত আসরে খেলতে আসলে কিছুটা হলেও আমরা চাপ অনুভব করি। কিন্তু প্রথম ম্যাচেই জয়ী হওয়ায় আমরা সবাই দারুন আনন্দিত।’
ক্লাবের সাবেক তারকা গ্যারেথ বেল, জিমি গ্রিভস, মার্টিন শিভার্স ও টনি পার্কসদের মত খেলোয়াড়দের কারনে ইউরোপীয়ান আসরগুলো সবসময়ই স্পার্স সমর্থকদের মনে একটি আলাদা জায়গা করে নিয়েছে। মরিসিও পোচেত্তিনোর অধীনে ২০১৯ সালে রানার্স-আপ হবার পর দুই আসরে অনুপস্থিত থেকে আবারো চ্যাম্পিয়ন্স লিগে ফিরেছে স্পার্সরা। মার্সেইতে প্রিমিয়ার লিগের পাঁচজন সাবেক খেলোয়াড় থাকায় ম্যাচটিতে ইংলিশ ফুটবলের আবহ তৈরী হয়েছিল। টটেনহ্যামের চির প্রতিদ্বন্দ্বি আর্সেনালের সাবেক দুই খেলোয়াড় মাত্তেও গুয়েনডুজি ও নুনো তাভারেজ যখনই বল পেয়েছেন স্পার্স সমর্থকরা তখনই চিৎকার করে উঠেছে।
প্রথমার্ধে উভয় দলই বেশ কিছু আক্রমনের সুযোগ তৈরী করলেও তা কাজে লাগাতে পারেনি। নিউক্যাসলের সাবেক ডিফেন্ডার এমবেম্বা অল্পের জন্য গোলের ঠিকান খুঁজে পাননি। গুয়েনডুজির শট লাইনের উপর থেকে ক্লিয়ার হয়ে যায়। বিরতির আগে ডেডলক ভাঙ্গার সুযোগ পেয়েছিলেন হ্যারি কেন। কিন্তু ১২ গজ দুর থেকে তার শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ২০ গজ দুর থেকে গুয়েনডুজির শট দারুন দক্ষতায় রুখে দেন হুগো লোরিস। কিন্তু দ্বিতীয়ার্ধ শুরুর দুই মিনিটের মধ্যে কেনের দুর্দান্ত পাস থেকে এগিয়ে যাওয়া সনকে রুখতে বাজেভাবে চ্যালেঞ্জ বসে বসে এমবেম্বা। ফলে তাকে লাল কার্ড পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয়। সিড কোলাসিনাকের ক্রস থেকে আমিন হারিত মার্সেইকে এগিয়ে দেবার দারুন এক সুযোগ হাতছাড়া করেন। শেষ পর্যন্ত ৭৬ মিনিটে লিড পায় টটেনহ্যাম। তরুণ রায়ান সিসেগননের স্থানে অভিজ্ঞ ইভান পেরিসিচকে মাঠে নামানোর কন্টের সিদ্ধান্ত শেষ পর্যন্ত কাজে এসেছে। ক্রোয়েশিয়ান এই তারকার দুর্দান্ত পাসে অনেকটাই ফাঁকায় দাঁড়ানো রিচারলিসনের হেড পরাস্ত করে মার্সেই গোলরক্ষক প লোপেজকে। পাঁচ মিনিট পর পিয়েরে-এমিলে হোবার্গের ক্রসে ১০ গজ দুর থেকে আবারো হেডের সাহায্যে ব্যবধান দ্বিগুন করার পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন রিচারলিসন।
বাংলাদেশ সময়: ১৬:৫৬:৩৯ ১৭৯ বার পঠিত