বিতর্কের মাঝেই শুক্রবার আসছে শাপলা মিডিয়ার নতুন সিনেমা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিতর্কের মাঝেই শুক্রবার আসছে শাপলা মিডিয়ার নতুন সিনেমা
বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২



---

নানা বিতর্কে জড়িয়ে পড়েছেন চাঁদপুরের ‘বালুখেকো’ চেয়ারম্যান সেলিম খান। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে মামলা। ছেলে শান্ত খানের অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে তদন্ত করছে দুদক। অনিশ্চয়তার মুখে সেলিম খানের মালিকানাধীন শাপলা মিডিয়া। তারই মাঝে নতুন সিনেমা মুক্তি দিচ্ছে প্রযোজনা সংস্থাটি।

শুক্রবার দেশের ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাপলা মিডিয়ার নতুন সিনেমা ‘লাইভ’। এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় জুটি সায়মন সাদিক ও মাহিয়া মাহি। আরও আছেন আদর আজাদ, খাইরুল বাশার, শিবা শানু, আমিন সরকার, সাবেরী আলম প্রমুখ। সত্য ঘটনার অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন শামীম আহমেদ রনি।

অতীতে খুব ঢাকঢোল পিটিয়ে সিনেমার প্রচারণা চালিয়েছে সেলিম খানের শাপলা মিডিয়া। তবে সায়মন-মাহি অভিনীত ‘লাইভ’-এর প্রচারণা চলছে অনেকটা আওয়াজবিহীন। এ কারণে অবশ্য মন খারাপ সিনেমার প্রধান দুই চরিত্র সাইমন ও মাহির।

‘লাইভ’-এর মুক্তিকে সামনে রেখে বুধবার (৭সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারের একটি রেস্টুরেন্টে ‘মিট দ্য প্রেস’-এর আয়োজন করেছিল শাপলা মিডিয়া। সেখানে নিজেদের মন খারাপের কথা বলেন সাইমন ও মাহি। তারা বলেন, ‘লাইভ’ সিনেমাটি ভালো হলেও তা প্রচার পাচ্ছে না। তবে কী কারণে প্রচার হচ্ছে না, তা নিয়ে কোনো মন্তব্য করেননি।

সংবাদ সম্মেলনে সাইমন বলেন, ‘আনফরচ্যুনেটলি প্রচারের জায়গায় আমরা অনেক পিছিয়ে আছি। সে জন্য আমার ভীষণ মন খারাপ।’ মাহি বলেন, ‘বিভিন্ন সমস্যার কারণে আমরা খুব একটা প্রচার করার সুযোগ পাচ্ছি না। আমার ফেসবুকে যতটুকু করার করছি। একটা ভালো সিনেমা সবার কাছে পৌঁছানো ভীষণ জরুরি।’

ওই ‘মিট দ্য প্রেস’-এ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি অভিনেতা ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়িকা নিপুণ আক্তার এবং ‘লাইভ’ সিনেমার পরিচালক শামীম আহমেদ রনিসহ অন্যান্য কলাকুশলীরাও উপস্থিত ছিলেন।

সায়মন-মাহি জুটি তৃতীয় সিনেমা ‘লাইভ’, যেটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এর আগে এ জুটির পোড়ামন (২০১৩) এবং জান্নাত (২০১৮) সিনেমা দুটি মুক্তি পায়। দুটিই ভালো ব্যবসা করে। এর মধ্যে ‘জান্নাত’ সিনেমাটির জন্য সেরা অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন সায়মন।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:৩৫   ১২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ