কিশোরকে গলা কেটে হত্যায় ২ ভাইয়ের যাবজ্জীবন

প্রথম পাতা » আইন আদালত » কিশোরকে গলা কেটে হত্যায় ২ ভাইয়ের যাবজ্জীবন
বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২



---

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় রফিকুল ইসলাম নামে এক কিশোরকে গলা কেটে হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ এস এম নূরুল ইসলাম এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন: আবুল কালাম কালু (৩৩) ও মো. হারুন (৩৫)। তারা পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার দক্ষিণ কলারন গ্রামের মো. ফজলুল হকের ছেলে।

রায় ঘোষণার সময় আবুল কালাম কালু আদালতে উপস্থিত ছিলেন এবং অপর আসামি মো. হারুন পলাতক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি মো. জহুরুল ইসলাম জানান, রফিকুল ইসলাম (১৩) মা সেলিনা বেগমের সঙ্গে ইন্দুরকানী উপজেলায় তার মামা মোদাচ্ছের আলী হাওলাদারের বাড়িতে থাকত।

২০০৬ সালের ৮ মার্চ পূর্বশত্রুতার জেরে দণ্ডপ্রাপ্ত আসামিরা রফিকুলকে বাড়ির কাছে একটি খালপাড়ে গলা কেটে হত্যা করে।

রফিকুল বরগুনার পাথরঘাটা উপজেলার মো. হালিমের ছেলে।

পরে এ বিষয়ে ঘটনার দিনই নিহত কিশোরের মামা মোদাচ্ছের আলী হাওলাদার বাদী হয়ে ইন্দুরকানী থানায় একটি হত্যা মামলা করেন। পরে ইন্দুরকানী থানার তদন্ত কর্মকর্তা এসআই বারী মনোরঞ্জন ২০০৬ সালের ৫ অক্টোবর পাঁচজনকে অভিযুক্ত করে আদালতের অভিযোগপত্র দাখিল করেন।

এ মামলায় মোট ১৭ সাক্ষীর সাক্ষ্য শেষে আবুল কালাম কালু ও মো. হারুন নামে দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর তিন আসামি জামাল হোসেন, কবির হাওলাদার ও নিপুণ শেখকে খালাস দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬:৫০:২৯   ১১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


সুপ্রিমকোর্ট প্রাঙ্গনে বঙ্গবন্ধু স্মারক স্তম্ভের নির্মাণ কাজ শুরু
সংবিধানের ষোড়শ সংশোধনীর রিভিউ শুনানি বৃহস্পতিবার
জামিন পেলেন হাজী সেলিম
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে
রাজধানীর ফুটপাত বিক্রিতে জড়িতদের তালিকা চান হাইকোর্ট
কারারক্ষী পদে নিয়োগে অনিয়ম: এক মাসের মধ্যে রিপোর্ট চাইলেন হাইকোর্ট
ইউএনও ওয়াহিদাকে হত্যাচেষ্টায় রবিউলের জেল ১০ বছর
পুলিশ অর্ডিন্যান্সে সমাবেশে নিষেধাজ্ঞা দেয়ার বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে চার্জশিট দাখিল

আর্কাইভ