পর্তুগালে কম আয়ের প্রত্যেকে পাবেন প্রণোদনা

প্রথম পাতা » আন্তর্জাতিক » পর্তুগালে কম আয়ের প্রত্যেকে পাবেন প্রণোদনা
বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২



---

ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির প্রভাব থেকে নাগরিকদের মুক্ত রাখতে ২ দশমিক ৪ বিলিয়ন ইউরোর প্রণোদনা দিতে যাচ্ছে পর্তুগাল সরকার। আগামী অক্টোবরেই নির্দিষ্ট অঙ্কের কম আয় করা দেশটির প্রত্যেক নাগরিক এককালীন পাবেন ১২৫ ইউরো করে। এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন পর্তুগালের প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কস্তা।

মুদ্রাস্ফীতিতে টালমাটাল বিশ্বের বিভিন্ন দেশ, বাদ যায়নি ইউরোপও। কিন্তু নাগরিকদের বাড়তি সুরক্ষা দিতে পর্তুগিজ সরকারের নেয়া পদক্ষেপ সেই ইউরোপেই এবার তৈরি করেছে নতুন উদাহরণ। মুদ্রাস্ফীতির প্রভাব থেকে নাগরিকদের কিছুটা হলেও সুরক্ষা দিতে ২ দশমিক ৪ বিলিয়ন ইউরোর প্রণোদনা দিতে যাচ্ছে পর্তুগাল সরকার। নগদ অর্থের পাশাপাশি মোট ৮টি খাতে এ প্রণোদনা দিচ্ছে কস্তা সরকার।

প্রণোদনা হিসেবে অক্টোবরেই মাসিক ২৭০০ ইউরোর নিচে আয় থাকা প্রত্যেক নাগরিকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে ১২৫ ইউরো। পরিবারের অপ্রাপ্তবয়স্কদের জন্য থাকছে আরও ৫০ ইউরো করে। এ ছাড়া পেনশনভোগীরাও পাবেন বাড়তি সুরক্ষা। পাশাপাশি থাকছে পরিবহন খরচ কমানো, বিদ্যুৎ খাতে ট্যাক্স কমানো এবং জ্বালানি তেলে মূল্যছাড়ের মতো সুবিধা।

করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে সৃষ্ট চলমান সংকট থেকে নাগরিকদের কিছুটা সুরক্ষা দিতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কস্তা। একই সঙ্গে সামনে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সরকারের চেষ্টা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন পর্তুগিজ প্রধানমন্ত্রী।

তিনি বলেন, গত ৩০ বছরে আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হইনি। জীবনযাত্রার খরচ এতটা বেড়েছে যে অনেক পরিবারই দুর্বিষহ জীবনযাপন করছে। তাই অপেক্ষাকৃত নিম্ন আয়ের সবাইকে আমরা একটি সহযোগিতা স্কীমের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। আমাদের অনেক নাগরিক নিঃসন্দেহে এক কঠিন সময় পার করছেন। খুব শিগগিরই তাদের কাছে সরকারি সহযোগিতা পৌঁছে যাবে।

গত আগস্টে পর্তুগালে মুদ্রাস্ফীতির হার ছিল শতকরা ১০ শতাংশ। জুলাইয়েও ঠিক একই রকম মুদ্রাস্ফীতি দেখেছে দেশটি। তবে সরকারের এ উদ্যোগ জনগণের জন্য বড় আশীর্বাদ হয়ে আসছে বলেই মনে করছেন বিশিষ্টজনরা।

বাংলাদেশ সময়: ১১:৪২:১৬   ১০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ