সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে মালদ্বীপের মুখোমুখি বাংলার যুবারা

প্রথম পাতা » খেলা » সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে মালদ্বীপের মুখোমুখি বাংলার যুবারা
বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২



---

নিজেদের দ্বিতীয় ম্যাচে, মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় পাওয়ায় স্বস্তিতে অনূর্ধ্ব ১৭ দলের ফুটবলাররা। সে ধারাবাহিকতা দ্বিতীয় ম্যাচেও ধরে রেখে সেমিফাইনাল নিশ্চিত করতে চায় পল স্মলির শিষ্যরা। দলে কোনো ইনজুরি না থাকায় ম্যাচ বাই ম্যাচ ভালো খেলবে সবাই, এমনটাই আশা কোচের। প্রথম আন্তর্জাতিক ম্যাচে গোল পাওয়ায় রোমাঞ্চিত মুর্শেদ-রুবেলরাও।

কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে, ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

স্বস্তির সুবাতাস বইছে অনূর্ধ্ব-১৭ ফুটবল দলে। লঙ্কা সফরে প্রথম ম্যাচেই কোচ পল স্মলির কথা রেখেছেন ইমরান মুর্শেদরা। স্বাগতিক শ্রীলঙ্কাকে ৫-১ গোলে রীতিমতো উড়িয়ে দিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। এ জয় নিঃসন্দেহে বাড়িয়েছে যুবাদের আত্মবিশ্বাস।

কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে এমন জয়ে পরবর্তী ম্যাচগুলোতে বাজিমাতের প্রত্যাশা যুবাদের। গত মাসে অনূর্ধ্ব-১৭ এর এই দলের বেশিরভাগ ফুটবলার ভারতের বিপক্ষে অনূর্ধ্ব-২০ সাফে অংশ নিয়েছিল। ম্যাচে হারের সেই ক্ষতপূরণে বদ্ধপরিকর ইমরানরা। স্বাগতিক শ্রীলঙ্কার পর মালদ্বীপের মুখোমুখি হওয়ার আগে নিজেদের প্রস্তুত করে নিতে ব্যস্ত সময় পার করেছে পল স্মলি বাহিনী।

আসরের দ্বিতীয় ম্যাচ সামনে রেখে সুইমিং, আইস বাথ ও রিকভারি সেশন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। দলে কোনো ইনজুরি নেই। তাই সবার সম্মিলিত প্রচেষ্টায় আরও এক জয়ের লক্ষ্য তাদের। আন্তর্জাতিক ম্যাচে প্রথমবারের মতো গোল করতে পারায় পরবর্তী ম্যাচে জয়ের প্রত্যাশা মুর্শেদ-রুবেলদের।
শ্রীলঙ্কার বিপক্ষে জোড়া গোল করা মুর্শেদ আলি বলেন, ‘ম্যাচ বাই ম্যাচ লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জয়ের আত্মবিশ্বাস ধরে রেখে মালদ্বীপের বিপক্ষেও জয় নিয়ে মাঠ ছাড়তে চাই।’

প্রথম ম্যাচে বাংলাদেশের গোলের খাতা খোলা রুবেল শেখ বলেন, ‘আলহামদুলিল্লাহ দলের প্রস্তুতি অনেক ভালো। অনুশীলনে আমরা সুইমিং, আইস বাথ ও রিকভারি করেছি। দলের সবাই ভালো আছে। টিম মিটিংয়ে কোচ পরিকল্পনা সাজিয়েছে। আশা করি, এ ম্যাচেও দেশকে জয় উপহার দিতে পারব।’

এদিকে প্রত্যাশা অনুযায়ী যুবাদের পারফরম্যান্স পাওয়ায় খুশি কোচ পল থমাস স্মলি। ম্যাচ বাই ম্যাচ ভালো খেলে ফাইনাল ও সেমিফাইনালে পৌঁছানোর লক্ষ্য তার।
গণামাধ্যমকে স্মলি বলেন, ‘যুবাদের পারফরম্যান্সে আমি খুবই খুশি। আমাদের লক্ষ্য ছিল প্রথম ম্যাচে জয় পাওয়া এবং তারা সেটা পেরেছে। আশা করি ম্যাচ বাই ম্যাচ ভালো খেলে মালদ্বীপের বিপক্ষেও জয় তুলে আনবে তারা। ফুটবলারদের পারফরম্যান্সের পাশাপাশি তাদের মানসিক সক্ষমতা নিয়েও আমি আশাবাদী।’

গ্রুপ ‘এ’ এর প্রথম ম্যাচের পর পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১১:৩৮:০৭   ৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ