সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ ,মালদ্বীপের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

প্রথম পাতা » খেলা » সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ ,মালদ্বীপের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২



---

হিমালয়ের দেশে শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সাফ চ্যাম্পিয়নশিপ মিশন। নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে ছোটনের শিষ্যরা। জয়ে আসর শুরুর লক্ষ্য সাবিনাদের। এবার অভিজ্ঞ ফুটবলারের সংখ্যা বেশি হওয়ায় মালদ্বীপের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ফুটবলাররা। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ায় আত্মবিশ্বাসী পুরো দল।

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বুধবার (০৭ সেপ্টেম্বর) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৬টায়।

নেপালের চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। প্রকৃতি যেন দুই হাত ভরে দিয়েছে হিমালয় কন্যাকে। পাহাড়ের সে উচ্চতা ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জ নিয়ে এবার নেপালে এসেছে বাংলাদেশের মেয়েরা। এখন পর্যন্ত ৫ আসরের সবকটিতেই চ্যাম্পিয়ন ভারত। ২০১৬ সালে একবার ফাইনালে খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে ভারতের আধিপত্যে লাল সবুজের প্রতিনিধিরা সন্তুষ্ট ছিল রানার্সআপ ট্রফিতে। ২০১৯ সালে বিরাট নগরে যাত্রাটা থেমেছে সেমিফাইনালের মঞ্চে। না পাওয়ার কষ্ট বাংলার মেয়েদের করেছে দৃঢ়প্রতিজ্ঞ।

এবার আর খালি হাতে ফিরতে চায় না বাংলাদেশ। হিমালয় জয় করেই দেশে ফেরার স্বপ্ন সাবিনাদের। যে কোনো আসরের শুরুটা ভালো হলে বেড়ে যায় আত্মবিশ্বাস। ছোটনের ছাত্রীদের লক্ষ্য প্রথম ম্যাচে মালদ্বীপ বাধা সাফল্যের সঙ্গে পাড়ি দেয়া। আসরের আগে ঢাকায় ছয় সপ্তাহের বেশি সময় অনুশীলন করেছে সাবিনারা। টেকনিক, ট্যাকটিক্যাল দিকগুলোতে এসেছে আমূল পরিবর্তন। । সিনিয়র দলে এখন অভিজ্ঞ ফুটবলারের ছড়াছড়ি। সেটাই স্বপ্ন দেখাচ্ছে ছোটনকে।
গণমাধ্যমকে বাংলাদেশ দলের কোচ বলেন, ‘ টুর্নামেন্টেমালদ্বীপের বিপক্ষে আমাদের প্রথম ম্যাচ। কিছুটা চ্যালেঞ্জ থাকলেও মেয়েরা আশা করি ভালো ফুটবল উপহার দেবে এবং জয় নিয়ে মাঠ ছাড়বে।’

মালদ্বীপকে সমীহ করছেন সাবিনারা। প্রতিপক্ষের শক্তিমত্তা নিয়ে না ভেবে গোছালো ফুটবল ফুটবলেই চোখ ফুটবলারদের। অধিনায়ক সাবিনা খাতুন নিজের পরিকল্পনার বিষয়ে বলেন, ‘সব দল এখানে তাদের একটা নিজস্ব লক্ষ্য নিয়ে এসেছে। আমরাও আমাদের লক্ষ্য নিয়ে এসেছি। আমাদের প্রথম লক্ষ্য মালদ্বীপের বিপক্ষে জিতে ভালো একটা ফল নিয়ে মাঠ ছাড়া।’

এদিকে মারিয়া মান্ডার চোখ আসরের সেমিফাইনালে। তিনি বলেন, ‘লক্ষ্য থাকবে ভালো কিছু করার। সেমিফাইনালে যেতে প্রথম দুটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

রক্ষণে মাসুরা, আঁখি খাতুন, শামসুন্নাহাররা প্রস্তুত প্রতিপক্ষের আক্রমণ রুখে দিতে। আক্রমণ ভাগে কোচের আস্থা সানজিদা, সাবিনা ও কৃষ্ণাদের ওপর। মাঝমাঠে মারিয়া, মনিকারা এখন অনেক পরিণত। তাই স্বপ্নবাজ বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১১:৩৬:২০   ৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ