ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইতিহাসের এই দিনে
মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২



---

আজ ৬ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার। চলুন ইতিহাস ঘেঁটে দেখা নেয়া যাক আজকের এই দিনে কী কী ঘটেছিল।
৬ সেপ্টেম্বর: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল

ঘটনাবলি:
১৬৫৭ – মোগল সম্রাট শাহজাহান আকস্মিক অসুস্থ হয়ে পড়লে সিংহাসন নিয়ে পারিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
১৭১৬ - বোস্টনে প্রথম বাতিঘর স্থাপিত হয়।
১৭৭৮– অবিভক্ত বাংলা তথা ভারতের প্রথম ছাপাখানা স্থাপিত হয় হুগলিতে।
১৮৭৯ – লন্ডনে ব্রিটেনের প্রথম টেলিফোন একচেঞ্জ স্থাপিত হয়।
১৮৮০ – ইংল্যান্ডে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ শুরু।
১৯০৫ – আটলান্টা জীবন বিমা কোম্পানি প্রতিষ্ঠিত হয়।
১৯৬৫ - প্রথম পাক-ভারত যুদ্ধ শুরু হয়।
১৯৬৮ – দক্ষিণ আফ্রিকার দেশ সোয়াজিল্যান্ড ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
১৯৯৬ – ইরাকে যুক্তরাষ্ট্রের প্রচণ্ড ক্ষেপণাস্ত্র আক্রমণ।
১৯৯৮ - বঙ্গবন্ধুকে ডায়াবেটিক সোসাইটির মরণোত্তর স্বর্ণপদক প্রদান, প্রথমবারের মতো স্বর্ণপদক প্রদান শুরু।

জন্ম:
১৭৬৬ – রসায়নবিদ ও পদার্থবিদ জন ডাল্টন।
১৮৯২ – অ্যাডওয়ার্ড ভিক্টর অ্যাপলটন, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিজ্ঞানী।
১৯০৬ – নোবেলজয়ী আর্জেন্টিনীয় চিকিৎসক ও জৈবরসায়নবিদ লুই লেলয়ের।
১৯১৩ – লিওনি দাস, প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার।
১৯৬৮ – ক্রিকেটার সাঈদ আনোয়ার।
১৯৯৫ – ক্রিকেটার মুস্তাফিজুর রহমান।

মৃত্যু:
১৯০৭ – সুলি প্রুদোম, ফরাসি সাহিত্যিক।
১৯৭২ – সালে বিশিষ্ট সুরসম্রাট ও প্রখ্যাত সেতার বাদক ওস্তাদ আলাউদ্দিন খাঁ।
১৯৮৯ – মোহাম্মদ ইব্রাহিম (চিকিৎসক), বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা।
১৯৯০ – লেন হাটন, ইংরেজ ক্রিকেটার।
১৯৯৫ – সলিল চৌধুরী, একজন ভারতীয় সংগীত পরিচালক।
১৯৯৬ – সালমান শাহ, বাংলাদেশের প্রখ্যাত চিত্রনায়ক।
১৯৯৮ – আকিরা কুরোসাওয়া, জাপানি চলচ্চিত্র পরিচালক।
২০১৭ - লতফি জাদেহ, ইরানি ও আজারবাইজানি বংশোদ্ভূত মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।

বাংলাদেশ সময়: ১২:০৮:৩৫   ৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ